NOW READING:
পানাগড়ে তরুণীর গাড়িকে ধাওয়া। দুর্ঘটনায় মৃত্যু? অধরা অপরাধীরা
February 26, 2025

পানাগড়ে তরুণীর গাড়িকে ধাওয়া। দুর্ঘটনায় মৃত্যু? অধরা অপরাধীরা

পানাগড়ে তরুণীর গাড়িকে ধাওয়া। দুর্ঘটনায় মৃত্যু? অধরা অপরাধীরা
Listen to this article


ABP Ananda Live: ‘ধাওয়া করে ইভটিজিং’ পানাগড়কাণ্ডে এখনও রহস্য । GT রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, এখনও অধরা অভিযুক্তরা ! দেড়দিন পার, এখনও অভিযুক্ত ৫ জনের হদিশই পেল না পুলিশ ! ‘গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব’। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়, দাবি কারখানার কর্মীর। কোথায় বাবলু যাদব? আড়ালের চেষ্টা দেখছে নিহতের পরিবার। ধরা পড়বে বাবলু যাদব, বাড়ি থেকে খালি হাতে ফিরে দাবি পুলিশের। রাতের হাইওয়েতে প্রায় ২০ কিলোমিটার পিছু ধাওয়া করে, বার বার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ । গাড়ি উল্টে তরুণীর মৃত্যু, ঘটনার পর ২ দিন কাটলেও এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য । মাঝরাস্তায় গাড়ি ফেলে কেন পালাল সন্দেহভাজনরা? শুধুই দুর্ঘটনা হলে, অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে কেন? । এখনও পর্যন্ত কেন কাউকে কেন ধরতে পারেনি পুলিশ? । সাদা গাড়ির মালিক বাবলু যাদবই ওই দিন স্টিয়ারিংয়ে ছিলেন । একের পর এক ফুটেজ সামনে এলেও, কেন এখনও বাবলু বা তাঁর সঙ্গীদের হদিশ পেল না পুলিশ? পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

 



Source link