NOW READING:
পানাগড়ে তরুণী মৃত্য়ুর ঘটনায় সোশ্যালে সরব সুকান্ত, ‘বাংলায় নিরাপদ নন মহিলারা..’
February 24, 2025

পানাগড়ে তরুণী মৃত্য়ুর ঘটনায় সোশ্যালে সরব সুকান্ত, ‘বাংলায় নিরাপদ নন মহিলারা..’

পানাগড়ে তরুণী মৃত্য়ুর ঘটনায় সোশ্যালে সরব সুকান্ত, ‘বাংলায় নিরাপদ নন মহিলারা..’
Listen to this article


কলকাতা: জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ! পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মৃত্য়ু হয় তরুণীর।  কোথায় পুলিশ? কোথায় নজরদারি? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সোশ্যালে নিজের প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বললেন,  ‘হাসপাতাল হোক কিংবা হাইওয়ে, বাংলায় নিরাপদ নন মহিলারা। প্রতিদিন একের পর এক ভয়ঙ্কর ঘটনা, রাজ্য সরকারের মুখে কুলুপ। বিচার পাইয়ে না দিয়ে দুষ্কৃতীদের আড়ালের চেষ্টা। বাংলায় জঙ্গলরাজ চলছে, বাংলা চায় ভয়মুক্ত পরিবেশ, বিচার, নিরাপত্তা, স্বাধীনতা’।

জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ! পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মৃত্য়ু হয় তরুণীর। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পিছু ধাওয়া! কটূক্তি, অশালীন ইঙ্গিত! গাড়িতে পরপর ধাক্কা! দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, প্রাণটাই চলে গেল ২৭ বছরের তরুণীর। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। ফের খালি হয়ে গেল এক মায়ের কোল। নিহত তরুণীর মা বলেছেন, দোষীদের একদম অবশ্য়ই শাস্তি চাইছি। আমার স্বামী এই ৮ মাস হল মারা গেছেন। তার মধ্য়ে এই ঘটনা। আমি অবশ্য়ই শাস্তি চাই। 
 
চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজ, ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা। অভিযোগ, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় এই সাদা গাড়িটি… অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন।

গাড়ির চালক  রাজদেও শর্মা বলেন, ‘পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, ম্য়াডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরই, একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা… এঁর ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল। ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে।’ সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষকৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়।’ 

আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, ‘কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..’!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link