জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তান্ত্রিক মাথায় ঢুকিয়ে দেন নিজের শিশুকে বলি দিলে অতিপ্রাকৃত ক্ষমতা পাওয়া যাবে। মিটবে সংসারের আর্থিক অনটনও। সেটাই করলেন বিহারের পালামৌয়ের খাদারপার গ্রামের এক গৃহবধূ। শুধু তাই নয় তিনি নিজের শিশুর হৃদপিন্ড বের করে তার খেলেনও। তার পরেও তার দাবি, পুলিস যদি তাকে না ধরত তাহলে তিনি মেয়ের প্রাণ ফিরিয়ে আনতে পারতেন।
আরও পড়ুন- মন্দিরে চুরি করে বের হতেই রাস্তায় পড়ে ছটফট করতে লাগল চোর, তীব্র চাঞ্চল্য চুঁচুড়ায়
ওই গৃহবধূর নাম গীতা দেবী। গত মঙ্গলবার তিনি তাঁর দেড় বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বলে যান স্থানীর বাজারে যাচ্ছেন। অনেক রাত হয়ে যাওয়ার পরও গীতা ফিরে না এলে তাঁর খোঁজে বেরিয়ে পড়েন বাড়ির লোকজন। তার পরেও তার কোনও হদিস মেলেনি। সেই রাতেই রাত ২টো নাগাদ একেবারে উলঙ্গ অবস্থায় ঘরে ফেরেন গীতা। প্রতিবেশীরা মেন করেছিলেন বাড়ির কোনও ঝামেলায় তিনি এরকম করছেন।
এদিকে আসল ঘটনা বেরিয়ে আসে পরদিন। মেয়ে কোথায় তা বাড়ির লোকজন জানতে চাইলেই ধীরে ধীরে সবকিছু উগরে দেন গীতা। তার বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে তার মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিস। দেখা যায় শিশুটির বুক থেকে হৃদপিন্ড বের করে নেওয়া হয়েছে। চারপাশে ছড়িয়ে শিশুর পোশাক, চুড়ি, সিঁদুর, আগুন জ্বালানোর চিহ্ন। পুলিসের কাছে গীতা স্বীকার করেছেন যে তিনি তাঁর শিশুকে বলি দিয়েছেন এবং পুলিস না ধরলে তিনি মেয়েকে বাঁচিয়ে তুলতে পারতেন। ওই কাজ যে গীতা একলা করতে পারে না। তাই তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)