NOW READING:
PCB vs BCCI: ভারতের দেখানো পথেই পাকিস্তানের প্রত্যাঘাত! আইপিএলের মাঝেই যে আপডেটে মহাপ্রলয়…
April 20, 2025

PCB vs BCCI: ভারতের দেখানো পথেই পাকিস্তানের প্রত্যাঘাত! আইপিএলের মাঝেই যে আপডেটে মহাপ্রলয়…

PCB vs BCCI: ভারতের দেখানো পথেই পাকিস্তানের প্রত্যাঘাত! আইপিএলের মাঝেই যে আপডেটে মহাপ্রলয়…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরেরে শেষের দিকে ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (Women’s World Cup 2025)। ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালের পর এই নিয়ে চতুর্থবার মহিলাদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে বিসিসিআই (BCCI)। 

লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ দিনে, নাটকীয় ভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আর ঠিক তারপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi) বলে দিলেন বড় কথা! ভারতের দেখানো পথেই পাকিস্তান প্রত্যাঘাত করল। নকভি সাফ জানিয়ে দিলেন যে, তাঁরা বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না। একমাত্র নিরপেক্ষ দেশে হলেই পাকিস্তান খেলবে।

আরও পড়ুন: তাঁর পারফরম্যান্স নেই! ভারতীয় দলের সদ্য ছাঁটাই, আপন করে নিল শাহরুখের কলকাতাই!

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে নকভি বলেন, ‘দেখুন, ঠিক যেমন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলেনি এবং নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি পেয়েছিল, তেমনি আমরাও ভারতে খেলব না। যে কোনও নিরপেক্ষ ভেন্যুতেই আমরা খেলব। যখন কোনও চুক্তি হয়, তখন তা মেনে চলতে হবে।’

আগাামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতে মহিলাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই বছরের শুরুতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। তবে ভারত চিরশত্রু দেশে পা রাখেনি। রোহিত শর্মারা প্রতিটি ম্যাচই সংযুক্ত আরব আমিরশাহিতে খেলেছিল। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।

অনেকেই প্রশ্ন তুলেছিল যে, কেন ভারত এই সুবিধা পাবে! বাকি দেশগুলিকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে খেলতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, উভয় দেশই সেমিফাইনালের ঠিক আগে দুবাই গিয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা কোনও খেলা না খেলেই পাকিস্তান ফিরে আসে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।

হাইব্রিড মডেলে যে চুক্তি হয়েছে, তাতে বলা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান যদি কোনও আইসিসি ইভেন্ট আয়োজন করে, তাহলে উভয় দেশই তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে! সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।

শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেশে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্‍ হয়েছিল। আইপিএলের ভরা বাজারেই ফের একবার বিসিসিআই বনাম পিসিবি!

আরও পড়ুন: চোখের জলে মাঠ ছেড়েছে বিস্ময় বালক, মোহিত গুগুল সিইও কী লিখলেন? অবাক পৃথিবী!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link