NOW READING:
Seema Haider: ভালোবাসার টানে পাকিস্তান ছেড়ে ভারতে! এদেশেই কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা…
March 18, 2025

Seema Haider: ভালোবাসার টানে পাকিস্তান ছেড়ে ভারতে! এদেশেই কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা…

Seema Haider: ভালোবাসার টানে পাকিস্তান ছেড়ে ভারতে! এদেশেই কন্যাসন্তানের জন্ম দিলেন সীমা…
Listen to this article


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রেমের পথে বাধা হতে পারেনি কাঁটাতারের বেড়া। পাকিস্তান ছেড়ে চলে এসেছিলেন ভারতে। এবার মা হলেন  সীমা হায়দর (Seema Haider)। গ্রেটার নয়ডার কৃষ্ণা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। সীমার আইনজীবী এপি সিং জানিয়েছেন,  ‘মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছে’।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গ্রেটার নয়ডাতেই ভারতীয় প্রেমিক শচীন মিনার সঙ্গে নতুন করে সংসার পেতেছেন সীমা। তবে আইনসম্মতভাবে এখনও এদেশের বসবাসের অধিকার পাননি ওই দম্পতি। আইন লড়াই চলছে। তারমধ্যেই পরিবারের এল নতুন সদস্য। এপি সিং জানিয়েছেন, ‘আমরা গোটা দেশ তথা পৃথিবীর মানুষের কাছে সীমা ও শচীনের শিশুকন্যার জন্য একটি নামের পরামর্শ চাইছি। সমাজমাধ্যমে আপনাদের প্রস্তাবিত নাম পাঠান যেটি কিনা ভারতীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে রাখা। যে নামটি সবচেয়ে বেশি ভোট পাবে সেই নামটিই রাখা হবে’। 

পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা ছিলেন সীমা। তাঁর আগের পক্ষের স্বামীর নাম গুলাম হায়দার। ওই দম্পতির ৪ সন্তান। কিন্তু প্রেমের অমোঘ টানে ৪ সন্তানকে নিয়ে ভারতের চলে আসেন ওই পাকিস্তানের ওই তরুণী। একটি অনলাইন গেমের সূত্রে ভারতের যুবক সচিনের সঙ্গে আলাপ হয় সীমার। তারপর প্রেম। শেষে ২০২৩ সালে নেপাল হয়ে ভারতের অবৈধভাবে ভারতের প্রবেশ করেন সীমা। ভারতীয় প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন গ্রেটার নয়ডাতে। কিন্তু আইনে চোখকে ফাঁকি দিতে পারেননি।

অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় সীমা ও শচিনকে। এখন অবশ্য় জামিনে মুক্ত তাঁরা।  শচিন ও সীমা বিয়ে করেছেন। শুধু তাই নয়, নিজের ধর্মও পালটে ফেলেছেন সীমা। হিন্দু ধর্ম গ্রহণ করেছেন মুসলিম ওই তরুণী। 

আরও পড়ুন:  Wife Torture: “আমি বাঁচতে চাই না…” ১২ লাখ টাকা চাইছে স্ত্রী! ভিডিয়োয় কাঁদতে কাঁদতেই যুবক….

আরও পড়ুন:  Sunita Williams | Narendra Modi: ‘প্রিয় সুনীতা, ভালো থেকো…’, আকাশের ঠিকানায় চিঠি লিখলেন মোদী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link