জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025), ‘মাদার অফ অল ব্যাটল’-এ গত ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK Champions Trophy 2025)। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে রোহিত শর্মার ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) অনায়াস অপরাজিত সেঞ্চুরির (১১১ বলে ১০০) সুবাদে। কোহলি ছাড়াও রীতিমতো চর্চায় ছিলেন পাক স্পিনার আবরার আহমেদ (Abrar Ahmed)!
আরও পড়ুন: স্রেফ ‘৮ সেকেন্ড’, এবার গোলকিপারদের হাতে শিকল, এই নিদানেই বদল যাচ্ছে ফুটবল…
ম্যাচে সেট হয়ে যাওয়া ওপেনার শুভমন গিলকে ক্লিন বোল্ড করে দিয়েছিলেন আবরার। ক্যারাম বলের মতো ডেলিভারিতে একেবারে ভারতের সহ-অধিনায়ককে চমকে দিয়েছিলেন আবরার। কিন্তু শুভমন আউট হওয়ার পর, আবরার দু’হাত বুকের উপর রেখে, কাঁধ ঝাঁকিয়ে ও চোখ নাচিয়ে যেভাবে উদযাপন করেছিলেন, তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল নেটপাড়ায়। এমনকী পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম যা দেখে আবরারকে ভদ্র হওয়ার পরামর্শ দিয়েছিলেন। নেটপাড়ায় ২৬ বছরের ক্রিকেটার শুনেছেন ‘অ্যারোগেন্ট আবরার’!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আরও পড়ুন: কে হলেন কেকেআরের নতুন ক্যাপ্টেন? সুকৌশলে নাম ঘোষণা শাহরুখদের ! চলে এল বিরাট আপডেট…
এহেন আবরারই এবার ভারতীয়দের হৃদয় জিতলেন। কোহলিকে নিয়ে আবরার ইনস্টাগ্রামে দারুণ এক পোস্ট করলেন। আবরার তাঁর আর কোহলির একাধিক আবেগি মুহূর্তের ছবি জুড়ে লেখেন, ‘আমার ছোটবেলার নায়ক বিরাট কোহলিকে বল করলাম। তাঁর মুখ থেকে প্রশংসা পেলাম। আমি কৃতজ্ঞ। ক্রিকেটার হিসেবে কোহলির মহত্ত্বের সঙ্গে তুলনীয় ব্যক্তি হিসেবে তাঁর নম্রতা। মাঠে এবং মাঠের বাইরে একজন সত্যিকারের অনুপ্রেরণা!’ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছে। তবে রিজওয়ানদের স্কোয়াডে আবরারই ছিলেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। আগামী দিনে পাকিস্তানের স্পিন বিভাগের মুখ হিসেবে তাঁকে দেখা হচ্ছে। ১০টি টেস্ট,৯টি ওডিআই ম্যাচ এবং ৭টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে আবরারের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)