NOW READING:
Atif Salam | Rahat Fateh Ali Khan: পাকিস্তানের মহাপতন, ভারত ব্যান করার পর চরম অভাবে রাহাত ফতেহ আলি খাল-আতিফ আসলাম!
March 21, 2025

Atif Salam | Rahat Fateh Ali Khan: পাকিস্তানের মহাপতন, ভারত ব্যান করার পর চরম অভাবে রাহাত ফতেহ আলি খাল-আতিফ আসলাম!

Atif Salam | Rahat Fateh Ali Khan: পাকিস্তানের মহাপতন, ভারত ব্যান করার পর চরম অভাবে রাহাত ফতেহ আলি খাল-আতিফ আসলাম!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলওয়ামা কাণ্ডের (Pulwama Attack) পর থেকেই বলিউডে (Bollywood) পাকিস্তানি শিল্পীদের (Pakistani Singer) নিষিদ্ধ করে দিয়েছিল সিনে সংগঠন। তবে সুপ্রিম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে ভারতীয় সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। পাকিস্তানের যে দুই শিল্পী ভারতে চুটিয়ে শুধু প্লেব্যাকই নয়, করতেন লাইভ শো থেকে রিয়ালিটি শো, সেই দুই শিল্পী হলেন রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan) ও আতিফ আসলাম (Atif Aslam)। এবার তাঁদের এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন আরেক পাকিস্তানি গায়ক আবরার উল হক (Abrar Ul Haq)। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শো করে গিয়েছিলেন আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলি। আতিফ আসলামকে দেখা গিয়েছিল লন্ডনের রাস্তায় গিটার হাতে গান গাইতে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আতিফের নাকি টাকার এতই অভাব যে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গান করছেন গায়ক। তবে সেই তথ্য নস্যাত্‍ করে দেয় আতিফের টিম। জানানো হয় যে নিজের ইচ্ছেতেই নাকি রাস্তায় গান গাইছিলেন তিনি। এবার তাঁর কেরিয়ার নিয়ে মন্তব্য করে বসলেন তাঁরই এক সতীর্থ। 

আরও পড়ুন- Vikram Bhatt: ‘যৌনসুখের জন্য নতুন সম্পর্কে জড়াননি আমির, এর পিছনে অন্য কারণ…’

পাকিস্তানি আবরার উল হকের দাবি, পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে গিয়েছেন রাহাত ফতেহ আলি খাল ও আতিফ আসলাম। ভারতে পাকিস্তানি শিল্পীদের ব্যান করার ফলেই তাঁদের এই অবস্থা। আবরারের গান ‘নাচ পঞ্জাবন’ গানটি ব্যবহার করা হয়েছে যুগ যুগ জিও ছবিতে। পুরোপুরি আইনি মতেই গান আদান প্রদান সম্পন্ন হয়েছে বলে জানান আবরার। এমনকী গানের কপিরাইটও তাঁর কাছেই আছে। এই কপিরাইটের চক্করেই আতিফের নিজের গানও তিনি আর গাইতে পারেন না বলে দাবি করেন আবরার। 

আরও পড়ুন- Composer Amaal Malik: ‘অকর্মণ্য! রাতদিন খোঁটা দেয় বাবা-মা’, বিস্ফোরক আরমান মালিক নিলেন কঠিন সিদ্ধান্ত….

পাকিস্তানি গায়ক বলেন, ‘আমি নিজের গান নিজেই কম্পোজ করি। যখন আতিফ ভারতে গিয়েছিল, ও অনেক গান গেয়েছিল। কিন্তু সেই সব গান অন্য কেউ লিখেছে, অন্য কেউ সুর দিয়েছে। শুধুমাত্র ওর কন্ঠ ব্যবহার হয়েছে। শুধু গান গেয়েই ও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কারণ গোটা ইন্ডাস্ট্রি ওকে সাহায্য করছিল। কিন্তু এখানে, পাকিস্তানে কে ওকে সেই সাহায্য করবে? এখানে সবাইকে সব করতে হয়। এই কারণেই ভারত থেকে ওর সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর, ওর জনপ্রিয়তাও পড়ে গেছে। কেরিয়ার গ্রাফও তলানিতে। আয়ও তলানিতে। এই একই অবস্থা নুসরত ফতেহ আলি খানের ভাইপো রাহাত ফতেহ আলি খানের ক্ষেত্রে। ওঁর নতুন গান আর রিলিজ করছে না। ওঁ নতুন গানের জন্য চেষ্টা করছে। ‘

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link