ওয়েলিংটন: টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে সিরিজেও হারতে হল পাকিস্তানকে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে গিয়ে পরপর ২ টো সিরিজ হার। এর আগে চ্য়াম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে খেলতে নেমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া। খারাপ সময় কোনওভাবেই কাটছে না পাকিস্তান ক্রিকেট দলের। প্রথম ম্য়াচে ৭২ রানে হেরে গিয়েছিল পাক শিবির। দ্বিতীয় ম্য়াচেও ২৯৩ রান তাড়া করতে নেমে ২০৮ রানেই অল আউট হয়ে গেল পাক ক্রিকেট দল। ম্য়াচে সবচেয়ে খারাপ পারফরম্য়ান্স দেখা গিয়েছে বাবর আজমের। ১ রানের মাথায় আউট হয়েছেন তিনি। আর এরপরই প্রাক্তন পাক অধিনায়ককে চূড়ান্ত সমালোচনা করা হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। ট্রোলের শিকার হচ্ছেন ডানহাতি ব্যাটার।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলের ৯৯ রানের ওপর ভর করে ২৯৩ রান বোর্ডে তুলে নিয়েছিল পাকিস্তান। কিন্তু রান তাড়া করতে নেমে একটা সময় ৬ ওভারের মধ্য়ে ১০ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। বাবর আজম, ইমাম উল হক, আব্দুল্লাহ শাফিক এই তিনজনের উইকেট হারায় পাকিস্তান শিবির।
তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন বাবর আজম। কিন্তু নিউজল্যান্ডের জ্যাকব ডাফির বলে ক্যাচ আউট হন বাবর। পিচের অতিরিক্ত বাউন্স সামলাতে না পেরে স্লিপে দাঁড়ানো নিকোলসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বাবর। যদিও টপ অর্ডারে ৮৩ বলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বাবর, সেই ম্য়াচেও যদিও দলকে বাঁচাতে পারেননি।
Babar Azam’s form difficulty is temporary; class is permanent. A big innings is right around the corner; be bold! “But who knows when?#BabarAzam𓃵 #PAKvsNZ pic.twitter.com/UgIYZ6r8zh
— Mirza Talha Baig (@Talha_mirza5) April 2, 2025
Babar k bagher bhi Haar rahe thay
Babar ko lekar bhi haar rahe hain
What’s the difference? pic.twitter.com/awQMC4ud6S
— ٰImran Siddique (@imransiddique89) April 2, 2025
Babar azam is a world class brand player who scored century against Zimbabwe and nepal
— Pitroda Bhaveshh (@lohar_bhavesh28) April 2, 2025
Mai JB se Cricket dekh rehi Mai nai ya kbhi nhi dekha Babar Azam nai koi match jitwya ho Pakistan ko.#PakistanCricket #PAKvsNZ #Cricket
— ℰ𝓂𝒶𝒶𝓃 (@phone_rakho) April 2, 2025
আরও দেখুন