Karachi Stock Exchange: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৮ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে ভারত। পাঁচ দফার প্রত্যাঘাত হেনেছে কেন্দ্র সরকার আর তার জেরেই পাকিস্তানের শেয়ার বাজারে বড় ধস। টানা দ্বিতীয় দিনে ধস নামল পাকিস্তানের শেয়ার বাজারে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের স্টক মার্কেট (Pakistan Stock Market) খুলতেই মাত্র ৫ মিনিটের মধ্যে প্রাথমিক ট্রেডিংয়ে বেঞ্চমার্ক সূচক (Karachi Stock Exchange) অর্থাৎ করাচি স্টক এক্সচেঞ্জ বা KSE 100 সূচকে ২৫৬৫ পয়েন্টের পতন দেখা যায়। এক ধাক্কায় ২.২ শতাংশ ধস নামে করাচির শেয়ার বাজারে। আর এর পরেই করাচির সূচক নেমে আসে ১,১৪,৬৬১.১৯-এর স্তরে।
পাকিস্তানের স্টক মার্কেটে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে আছেন। ভূ-রাজনৈতিক বিশৃঙ্খলার সময়ে পাকিস্তানের বাজারে পতন এসেছে। এর আগে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে যার মধ্যে সিন্ধু-জল চুক্তি বাতিল করাও অন্তর্ভুক্ত। এই কারণে মানুষ দ্রুত তাদের টাকা তুলে নিতে চাইছে বাজার থেকে। টানা দু-দিন ধরে তাই এই পতন অব্যাহত রয়েছে।
একদিন আগে অর্থাৎ গতকাল বুধবার পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যায়। করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ১৩০৯ পয়েন্ট পতন আসে। অর্থাৎ ১.১০ শতাংশ পতন আসে বাজারে। ১,১৭,১২৭.০৬-এ বন্ধ হয়েছে। এই পতন এমন এক সময়ে ঘটছে ভারতের পদক্ষেপ নিয়ে প্রতিবেশি দেশটিতে তীব্র আতঙ্কের আবহ তৈরি হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও পাকিস্তানের ২০২৫ সালের জিডিপির পূর্বাভাস ২.৫ শতাংশ কমিয়ে দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৩ শতাংশ জিডিপির পূর্বাভাস দেওয়া হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে।
পাকিস্তানের অস্থির পরিবেশে বিনিয়োগকারীরা এখন খুবই সতর্ক হয়ে উঠেছেন। এর ফলে পাকিস্তানের প্রধান শেয়ারের দামও কমেছে। যেমন ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেড, হাব পাওয়ার কোম্পানি, হাবিব মেট্রো ব্যাঙ্ক, মারি পেট্রোলিয়াম, এনগ্রো কর্পোরেশনের মত প্রধান কোম্পানিগুলির শেয়ারের দাম পড়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও দেখুন