গোয়েন্দা-তথ্যের ভিত্তিতে জঙ্গি ডেরায় অভিযান পাকিস্তানে, খতম ১২ জঙ্গি

Estimated read time 1 min read
Listen to this article


পেশওয়ার : গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপারেশন চালিয়ে খতম ১২ জঙ্গি। দেশের উত্তর-পশ্চিম প্রদেশে অভিযান চালিতে জঙ্গিদের নিকেশ করে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। এক বিবৃতিতে এমনই জানানে হয়েছে। যদিও অভিযানে মৃত্যু হয়েছে এক নিরাপত্তকর্মীরও। ৫ ও ৬ ফেব্রুয়ারি রাতে উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় জঙ্গি-দমনের অভিযান চালানো হয়। এমনই খবর পাকিস্তান সেনার মিডিয়া উইংয়ের। ISPR-এর বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়। যার ফলে ১২ জন জঙ্গিকে নিকেশ করা গেছে।

ISPR-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃত জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। নিরাপত্তাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের উপর বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি থাকলে তাদেরও খতম করার জন্য অভিযান জারি রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানি সেনার এই পদক্ষেপ নিশ্চিত করছে যে দেশের নিরাপত্তাবাহিনী জঙ্গি-বিপদ নির্মূল করতে বদ্ধপরিকর।

ভারতীয় সেনার গুলিতে খতম পাকিস্তানের ক্যাপ্টেন-সহ ৭ অনুপ্রবেশকারী

এদিকে জঙ্গিদের সাহায্য নিয়ে ভারতীয় সেনা পোস্টে হামলার চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। ৪-৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় (Jammu and Kashmir Poonch District) কৃষ্ণা ঘাট সেক্টরের এই ঘটনায় নিহত ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। যদিও এনিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর এমনই।

ওই সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। তখনই ৫ অনুপ্রবেশকারীকে খতম করা হয়। এক ঘণ্টা পর তারা যখন দেহগুলি উদ্ধারের চেষ্টা করছিল, সেই সময় ফের গুলি চালায় ভারতীয় সেনা। যার জেরে আরও ২ জন নিহত হয়। মৃতদের মধ্যে রয়েছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন মর্যাদার এক অফিসারও।

সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গি-সহ পাকিস্তান সেনার ৫-৭ জনের প্রাণহানি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় তাদের দিকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে দিয়েছে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার স্বয়ং আর্মি ব্রিগেডিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির তদারকি করছেন। সূত্রের দাবি, জম্মুর কৃষ্ণা ঘাট এলাকায় পোস্টের অপর দিকে একটি সাদা পতাকা দেখা যায়। 

এমন একটা সময়ে এই ঘটনা ঘটল, যখন গত বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, নয়া দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর-সহ সব সমস্যার সমাধান করতে চায় ইসলামাবাদ। 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours