জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে হয়েছিল। মুখোমুখি হয়েছিল আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড (PAK vs NZ)। মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan) শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলেন। কিউয়িদের কাছে ৬০ রানে হারতে হয়েছিল। পাঁচদিন পর পাকিস্তান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের বিরুদ্ধে। ফল সেই একই! নখ-দাঁতহীন পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। পরপর গ্রুপের দুই ম্যাচ হেরে কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল রিজওয়ানরা।
আরও পড়ুন: ‘মনে মনে জানতাম ভারতই জিতবে’, আইআইটি বাবার পুরো ইউ-টার্ন!
নিউ জ়িল্যান্ড ও ভারতের কাছে হেরেও পাকিস্তানের শেষ চারে যাওয়ার ভাগ্য ঝুলছিল সরু সুতোয়। পাকিস্তান চেয়েছিল বাংলাদেশ এবং নিউ জ়িল্যান্ডের খেলায় টাইগাররা হারিয়ে দিক কিউয়িদের। কারণ নিউ জ়িল্যান্ড জিতে গেলে বাংলাদেশ একা ডুববে না। তারা পাকিস্তানকে নিয়েই ডুববে! সব গল্প এখানেই শেষ হয়ে। যাবে। দুই দলই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। পাকিস্তানের চাওয়ায় কিছু যায় আসেনি ৫ উইকেটে জিতে যায় নিউ জ়িল্যান্ড। বাংলাদেশ-পাকিস্তানকে ছিটকে দেয় তারা। ভারতের সঙ্গে সেমিতে এখন নিউ জ়িল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজতেই নাকি চাকরি যাচ্ছে দলের হেড কোচ আকিব জাভেদের! এমনটাই নাকি ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে এমনটাই। জাভেদ গতবছর গ্যারি কার্স্টেনকে ছেঁটে পিসিবি অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেয় প্রাক্তন মিডিয়াম পেসারকে। সাদা এবং লাল, দুই বলের দায়িত্বেই ছিলেন তিনি। পিসিবি চাইছে আগামীর কথা ভেবে সার্বিক ভাবেই আমূল পরিবর্তন। কারণ বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের মতো বিশ্বমানের ক্রিকেটারকে নিয়েও যে দল কিছু করতে পারে না, সে দল নিয়ে রীতিমতো ভাবার সময় এসেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পিসিবি-র এক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই রিপোর্ট করেছে, ‘দলের পারফরম্যান্স নিয়ে অন্দরমহলে বিস্তর সমালোচনা হয়েছে। বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি যে দলে লাল এবং সাদা বলের জন্য আলাদা কোচ থাকবে কিনা! তবে একটি বিষয় নিশ্চিত যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পর বর্তমান সাপোর্ট স্টাফদের এখনই পরিবর্তন করা হবে। কিন্তু গত বছর থেকে বোর্ড যেভাবে কোচ এবং নির্বাচকদের পরিবর্তন করছে, তাতে এই পদগুলির জন্য অন্য প্রার্থী খুঁজে বের করা ভীষণ চ্যালেঞ্জিং হবে’! পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্টের গুরুদায়িত্বে পিসিবি। যদিও যুগ্ম ভাবে দুবাইও এই ইভেন্ট আয়োজন করছে। কিন্তু পাকিস্তানই ছিটকে গেল।
আরও পড়ুন: ‘যেমন ব্রেনলেস ম্যানেজমেন্ট, তেমন এই টিম’! শোয়েব আখতার ধুয়ে দিলেন পাকিস্তানকে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)