জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সপ্তাহে দুবার কেঁপে উঠল (Earthquake) পড়শি রাজ্য। সোমবার বিকেলে কম্পন অনুভূত হয় পাকিস্তানের (Pakistan) উত্তর প্রান্তে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ভারতীয় সময় অনুসারে বিকেল ৪টে নাগাদ কম্পন হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীর কম্পনটি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকাতেই ভূমিকম্পটি হয়েছে।
আরও পড়ুন, Pakistan Army: ভয়ংকর বিদ্রোহ, পাকসেনার পাশে দাঁড়াতে খোলাখুলি অস্বীকার করছে আমজনতাই…
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও মেলেনি। সোমবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ভূমিকম্পের উৎসস্থল। খাইবার পাখতুনখোয়ায় পাক অধিকৃত কাশ্মীরের একটি অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে। পাকিস্তান ভূতাত্ত্বিকভাবে ইউরেশিয়ান এবং ভারতীয় উভয় টেকটোনিক প্লেটকেই ওভারল্যাপ করে।
An earthquake with a magnitude of 4.2 on the Richter Scale hit Pakistan at 16:00:05 (IST) today: National Center for Seismology (NCS) pic.twitter.com/KCEHhJWPoG
— ANI (@ANI) May 5, 2025
বেলুচিস্তান, ফেডারেল শাসিত উপজাতীয় এলাকা, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান প্রদেশগুলি ইরানি মালভূমিতে ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত। সিন্ধু, পাঞ্জাব এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর প্রদেশগুলি দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। সোমবার কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কিছু অঞ্চলেও।
পাঞ্জাব, সিন্ধ এবং ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া-সহ একাধিক অঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলে পড়ে, যেখানে অতীতে বহু প্রাণঘাতী ভূমিকম্প ঘটেছে। ১২ এপ্রিল, শনিবারও পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি নিচে। এটি ছিল আরও বেশি শক্তিশালী এবং কম গভীরতায় হওয়ায় তীব্রভাবে অনুভূত হয়।
আরও পড়ুন, Pak Army: শত্রুর চোখ এড়িয়ে টার্গেটে নির্ভুল আঘাত! ভয়ংকর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুদ্ধে উসকানি পাকিস্তানের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)