জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি। চলতি মাসের শুরুতেই আয়োজক দেশ স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল। কিন্ত ইভেন্ট শুরুর আগেই কেঁপে গেল দুরন্ত পাক পেস ব্রিগেড!
পাকিস্তানের স্টার পেসার হ্যারিস রউফের চোট ঘুম কেড়ে নিল মহম্মদ রিজওয়ানদের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তিম মহড়া হিসেবে পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ খেলছে। গত শনিবার পাকিস্তান মুখোমুখি হয়েছিল কিউয়িদের। ৭৮ রানে হারতে হয়েছিল রিজওয়ানদের। ওই ম্যাচে দারুণ ফর্মে ছিলেন হ্যারিস, ৬.২ ওভার বল করে ২৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু পেশির টানে তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন, পরে আর ব্যাট করতেও নামতে পারেননি তিনি। আগামী বুধবার পাকিস্তান দ্বিতীয় ওডিআই খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পাকিস্তান সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যারিসকে খেলাবে না। বুকের বাঁ-দিকের পেশিতে টানই জেরবার হ্যারিস।
আরও পড়ুন: বিকল ফ্লাডলাইটে ৩০ মিনিট খেলা বন্ধ! ১০ দিনের ভিতর শো-কজ চাইল ওড়িশা সরকার
হ্যারিসের চোটের বিষয়ে পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এমআরআই এবং এক্স-রে স্ক্যানের পর নিশ্চিত হওয়া গিয়েছে যে, গত শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিসে রউফের বুকের নিচের অংশে পেশিতে টান ধরেছে। যদিও তাঁর আঘাত গুরুতর নয় এবং আশা করা হচ্ছে যে, তিনি ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং তার চলতি রিহ্যাবের অংশ হিসেবে, ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল নির্বাচনের জন্য তাকে রাখা হবে না।’
আরও পড়ুন: রোহিতের ইতিহাসে মুছল সচিনেরও নাম! ‘হিটম্যান’ তাণ্ডবে তছনছ রেকর্ডের পর রেকর্ড…
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্কোয়াড হয়েছে মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, কামরান গুলাম, খুশদিল শাহ, তৈয়ব তাহির, উসমান খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন ও আবরার আহমেদকে নিয়ে। পেস ট্রায়ো হিসেবে রয়েছেন হ্যারিস-শাহিন-নাসিম। তবে হ্যারিস যদি ফিট হতে না পারেন তাহলে পাকিস্তানকে ভেবে নিতে হবে তিন বিকল্পের কথা। তাঁরা হলেন-জাহানদাদ খান, আমির জামাল, মহম্মদ ওয়াসিম জুনিয়র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)