NOW READING:
Pahlaj Nihalani blamed Ekta Kapoor: ‘সফট পর্ন আমদানি করে ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করেছেন একতা কাপুর…’
July 4, 2025

Pahlaj Nihalani blamed Ekta Kapoor: ‘সফট পর্ন আমদানি করে ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করেছেন একতা কাপুর…’

Pahlaj Nihalani blamed Ekta Kapoor: ‘সফট পর্ন আমদানি করে ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করেছেন একতা কাপুর…’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দি ধারাবাহিকে নতুন ঢেউ এনেছিল সে। নাম করতে বসলে এক নিঃশ্বাসে একের পর এক নাম করতে পারা যাবে। তাঁর শাশুড়ি-বউ সিরিয়ালগুলি পরবর্তী এক দশকে সাংস্কৃতিকভাবে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে, এমনকি আজও সেগুলি ভারতীয় টেলিভিশনকে প্রভাবিত করে চলেছে। ভারতীয় টেলিভিশনের ‘কুইন’ বলা হয় তাঁকে। তিনি একতা কাপুর (Ekta Kapoor)। এবার জিতেন্দ্র কন্যার বিরুদ্ধেই তোপ দাগলেন পহেলাজ নিহালনি (Pahlaj Nihalani)। 

আরও পড়ুন, Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে তৃপ্তি নন, চমক বড় বাঙালি নায়িকার!

এই ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিপুল লাভ করেছে, যদিও অনেকেই এগুলিকে পশ্চাদপদ বলে মনে করেন। সম্প্রতি, প্রযোজক পহলাজ নিহালানি একতা কাপুরকে দোষারোপ করেছেন ভারতীয় সংস্কৃতির ধারণা নষ্ট করার জন্য। লার্ন ফ্রম দ্য লেজেন্ড ইউটিউব চ্যানেলে শেয়ার করা এক আড্ডায় পহলাজ নিহালানি বলেন, “বলিউড এখন আর সাধারণ মানুষের জন্য হিন্দি ছবি বানাচ্ছে না। শাহরুখ খান, যিনি দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে-র মতো ছবিতে রোমান্সের জন্য পরিচিত ছিলেন, তিনিও এখন বন্দুক ধরছেন। সেটাই এখন চলছে।”

তিনি আরও বলেন, আরআরআর এবং কাল্কি ২৮৯৮ এ.ডি-র মতো ছবিগুলো মহাভারত এবং রামায়ণ দ্বারা অনুপ্রাণিত। প্রাচীন ভারতীয় পুরাণকে তুলে ধরা ছবিগুলিই এখন সাধারণ দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।”আরআরআর-এর মতো ছবি সম্পূর্ণরূপে রামায়ণ ও মহাভারত-এর উপর ভিত্তি করে, এমনকি কাল্কি-তে শেষ অংশটা ছিল পুরোপুরি মহাভারত কেন্দ্রিক। মানুষ ভারতীয় সংস্কৃতি দ্বারা আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমরা জোর করে এমন ধারণা চাপিয়ে দিচ্ছি যে একজন নারী তিনজন পুরুষকে বিয়ে করতে পারে…।”

এমনকী পহেলাজ নিহালানি একতা কাপুরের উপর দায় চাপিয়ে বলেন, তাঁর অনেক ধারাবাহিকে বহুবিবাহকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তবে সেগুলিতে শুধুমাত্র নারীদেরই একাধিকবার বিয়ে করতে দেখা গিয়েছে। তিনি বলেন, “একতা কাপুর, দ্য গ্রেট… মানে, পুরুষদের তো দুবার বিয়ে করার অনুমতি নেই, কিন্তু উনি নারীদের তিনবার বিয়ে করিয়ে দেন… আমাদের সংস্কৃতিই নষ্ট হয়ে গিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আগে কখনও-সখনও বোল্ড বা ইরোটিক ছবি বানানো হতো, আর এখন তো সর্বত্রই সেক্স দেখানো হচ্ছে।”  

আরও পড়ুন, Swastika Dutta: ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুরুতেই ভয়ংকর কাণ্ড! কর্নিয়া ড্যামেজড স্বস্তিকার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link