NOW READING:
Pahalgam Terror Attack revenge: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! রাস্তায় খুন হয়ে গেলেন নির্দোষ বিরিয়ানি-বিক্রেতা…
April 27, 2025

Pahalgam Terror Attack revenge: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! রাস্তায় খুন হয়ে গেলেন নির্দোষ বিরিয়ানি-বিক্রেতা…

Pahalgam Terror Attack revenge: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! রাস্তায় খুন হয়ে গেলেন নির্দোষ বিরিয়ানি-বিক্রেতা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগ্রার বিরিয়ানি রেস্তোরাঁর কর্মীকে গুলি করে হত্যা। হত্যার পর ভাইরাল ভিডিয়োতে এক ব্যক্তি বলছেন ‘পাহেলগাম প্রতিশোধ নিয়েছি।’

ভিডিওটির প্রতিক্রিয়ায়, স্থানীয় পুলিশ এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে যে আগ্রায় এমন কোনও গো-রক্ষক গোষ্ঠী সক্রিয় নেই।

আগ্রায় গুলফাম আলী নামে এক রেস্তোরাঁ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার সহকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তারা দুজনেই ‘শহিদ আলী চিকেন বিরিয়ানি’তে কাজ করতেন, যেটি গুলফামের খুড়তুতো ভাই শহিদ আলীর মালিকানাধীন ছিল। বুধবার থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিরা ঘরে ঢুকে খুন করল সমাজকর্মীকে…

হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা আলোড়ন তোলে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, দুজন ব্যক্তি পাহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই অপরাধের দায় স্বীকার করছেন। একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে দু’জন নিহত হয়েছেন এবং ক্ষত্রিয় গো রক্ষা দল এই ঘটনার দায় স্বীকার করছে। লোকটিকে দুটি পিস্তল এবং কোমরে বাঁধা একটি ছুরি নিয়ে সশস্ত্র অবস্থায় দেখা যাচ্ছে এবং সঙ্গে সশস্ত্র আরও একজন ব্যক্তিও রয়েছেন।

আরও পড়ুন- ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিরা ঘরে ঢুকে খুন করল সমাজকর্মীকে…

ভিডিয়োয় ওই দুই ব্যাক্তি বলছেন ‘আমি ভারত মাতার নামে শপথ নিচ্ছি যে যদি আমরা ২৬ জন হত্যার প্রতিশোধ ২,৬০০ জন দিয়ে না নিই, তাহলে আমি ভারত মাতার পুত্র নই,’। তাকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে, যেখানে ২৬ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই পর্যটক।

ওই ব্যক্তি নিজেকে মনোজ চৌধুরী বলে পরিচয় দেন, তবে তার সঙ্গে  থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link