NOW READING:
Pahalgam Terror Attack: বদলা শুরু! কুলগামে জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনা, ফাঁদে পহেলগাঁওকাণ্ডের মাথা…
April 23, 2025

Pahalgam Terror Attack: বদলা শুরু! কুলগামে জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনা, ফাঁদে পহেলগাঁওকাণ্ডের মাথা…

Pahalgam Terror Attack: বদলা শুরু! কুলগামে জঙ্গিদের ঘিরে ফেলেছে সেনা, ফাঁদে পহেলগাঁওকাণ্ডের মাথা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রক্তাক্ত কাশ্মীর (Kashmir Terror Attack)। মঙ্গলবার বৈসরনে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন ২৭ পর্যটক। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈইবার শাখা টিআরএফ (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার ফের উত্তপ্ত কাশ্মীর। এদিন ফের জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। এরই মাঝে আটকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর একজন শীর্ষ কমান্ডার। 

আরও পড়ুন- Pehelgam Terror Attack: ‘কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাজেট, অথচ নিরাপত্তা নেই! স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন’

দক্ষিণ কাশ্মীর জেলার টাংমার্গ এলাকায় বন্দুকযুদ্ধ চলছে। আজ সকালে, ভারতীয় সেনাবাহিনী দুই সন্ত্রাসীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে এবং তীব্র গুলি বিনিময়ের পর তাদের গুলি করে হত্যা করে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং পাকিস্তানি মুদ্রা উদ্ধার করে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি হামলার সময় সৌদি আরবে ছিলেন, তাঁর সফরের মাঝেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) একটি বৈঠক করেন।

জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অমিত শাহ শ্রীনগরে পৌঁছান এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং পুলিস কমিশনারের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা করেন। তিনি পহেলগাঁওয়ের হামলাস্থলও পরিদর্শন করেন এবং নিহত এবং বেঁচে যাওয়াদের পরিবারের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন- Pahelgam Terror Attack | Flight Update: এই দুঃসময়ে প্লিজ মুনাফা কামাবেন না! ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া নিয়ে বড় আপডেট

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে পহেলগাঁও থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈসরান উপত্যকায় পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসবাদী পর্যটকদের উপর গুলি চালায়। এই এলাকাটিতে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। ৩৭৭ ধারা ওঠার পর এটাই কাশ্মীর উপত্যকার সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা পহেলগাঁও হত্যাকাণ্ড।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link