জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জঙ্গি হামলায় ফের রক্তাক্ত কাশ্মীর। এবার নিশানায় পর্যটকরা। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় প্রাণ হারালেন কমপক্ষে ২৬ জন। নিহতদের তালিকায় বাংলার ৩ জন। ভয়াবহ সেই জঙ্গি হামলার হৃদয়বিদারক মুহূর্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: Pehelgam Terror Attack: ‘কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাজেট, অথচ নিরাপত্তা নেই! স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন’
‘মিনি সুইজ়ারল্যান্ড’। চারিদিকে পাহাড় ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্য়তিক্রম ছিল না এবছরও। ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী! ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা।
কিছুটা দূর থেকে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। পিছনের পাহাড়ের প্রতিধ্বনিত হচ্ছে গুলির শব্দ! আর একটি ভিডিয়ো দেখা যাচ্ছে, সবুজ খাসে উপরে পর্যটকদের ভিড়। তাঁদের হাসি-কলরবে মুখরিত উপত্যকা। বাচ্চা খেলছে। হঠাত্ গুলির শব্দ, তুমুল বিশৃঙ্খলা! আতঙ্কে যে দিকে পারছেন, ছুটছেন।
आतंकी हमले का Live वीडियो…एक व्यक्ति के द्वारा बनाया गया है गोलियां चल रही है और लोगों की चीख़ पुकार की आवाज़ आ रही हैं…
इसका जवाब POK होना चाहिए, पाकिस्तान और आतंकी दोनों दोबारा भारत की तरफ देखने की सोच भी ना सके…#Pahalgam #pahalgamattack #PahalgamTerroristAttack pic.twitter.com/skCoxpZSD9— Atul Kushwaha (@RealAtulsay) April 22, 2025
এদিকে পহেলগাঁও হামলায় সন্দেহভাজন ৪ জঙ্গির ছবি প্রকাশ করেছে প্রশাসন। তারা সকলেই দ্যা রেজিস্টান্ট ফ্রন্টের সদস্য। এটি লস্কর ই তৈবার শাখা সংগঠন। রাই বৈসারনের রিসর্টে হামলা চালিয়েছিল বলে মনে করা হচ্ছে। শুখু তাই নয় ধর্মীয় পরিচয় দেখে দেখে গুলি করে মারা হয়। যে জায়গায় হামলা হয় তার পাশেই রয়েছে পাইনের ঘন জঙ্গল। সেখান থেকেই বেরিয়ে আসে ৫-৭ জন জঙ্গি।
কীভাবে এই নৃংশস হামলা? আশেপাশের এলাকায় রীতিমতো চিরুনী তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। প্রত্যক্ষর্শীদের দাবি হামলাকারীদের হাতে উন্নত অস্ত্র ছিল। তাদের পিঠে ব্যাগ ছিল। তদন্তকারীদের ধারনা সেই ব্যাগে খাবার ও ওষুধ থাকতে পারে। প্রত্য়দর্শীরা জানিয়েছেন ২ জঙ্গি নিজেদের মধ্যে আফগানিস্তানের পুস্তো ভাষায় কথা বলছিল। বাকী ২ জন ছিল এলাকার বাসিন্দা। তারা কথা বলছিল কাশ্মীরিতে। এদের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও করাচির যোগ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Pahalgam Attack | Exodus of tourists: ‘পর্যটক নয়, ওরা আমাদের পরিবারকে খুন করেছে,’ আতঙ্কের কাশ্মীরে ফের ‘এক্সোডাস’! ভয়ংকর অবস্থা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)