# Tags
#Blog

‘ফিল্মমেকিং ছেড়ে দেব’ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প, মৃণাল সেনকে পর্দায় জীবন্ত করলেন সৃজিত-চঞ্চল

‘ফিল্মমেকিং ছেড়ে দেব’ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প, মৃণাল সেনকে পর্দায় জীবন্ত করলেন সৃজিত-চঞ্চল
Listen to this article


কলকাতা: ছবির মূল বক্তব্য কী, তা জানা গিয়েছিল আগেই। তবে এবার প্রকাশ্যে এল ট্রেলার, যা রীতিমতো সাড়া ফেলল অনুরাগীদের মধ্যে। পর্দায় কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। মুক্তির অপেক্ষায় ‘পদাতিক’ (Padatik)। সেই ছবির ট্রেলারেই মন জয় অভিনেতার, ফের নিজের পরিচালনায় মোহিত করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। 

প্রকাশ্যে ‘পদাতিক’ ছবির ট্রেলার

প্রথম লুক প্রকাশ পেতেই চমকে উঠেছিলেন দর্শক। চঞ্চল চৌধুরীর মেকআপ দেখে সকলের মন্তব্য ছিল ‘হুবহু মৃণাল সেন’। সেই আগ্রহ, উৎসাহ বাড়ে টিজার প্রকাশের পর। আর সব প্রত্যাশাকে ছাপিয়ে গেল ট্রেলার। ২ মিনিট ৫৮ সেকেন্ড স্ক্রিন থেকে চোখ সরানো কঠিন। 

আদ্যপান্ত সাদা-কালো ট্রেলারের শুরুতেই লেখা, ১৯৫৫ সালে এক ব্যক্তি ভারতীয় সিনেমায় আমূল পরিবর্তন আনেন। দেখা যায় ‘অপরাজিত’ ছবির ঝলক। অর্থাৎ প্রসঙ্গ আসে সত্যজিৎ রায়ের। তারপরের মুহূর্তেই লেখা দেখা যায় ১৯৫৫ সালেই অপর এক ব্যক্তি অসফল হন। নেপথ্য কণ্ঠে শোনা যায়, ‘আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না।’ পর্দায় দেখা যায় মৃণাল সেনের চরিত্রে চঞ্চল হেঁটে যাচ্ছেন রাস্তা ধরে, দেওয়ালে সাঁটানো সত্যজিতের ‘পথের পাঁচালী’র পোস্টার। অসাফল্য, হতাশা, বারবার হেরে যাওয়ার মধ্যে থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প। নিজের মতো করে গল্প বলার চেষ্টা, কোনও প্রলোভনে পা না দিয়ে, কারও সঙ্গে আপস না করার কাহিনি ফুটে উঠবে পর্দায়। মৃণাল সেনের ছবিতে সমসাময়িক সমাজ, পরিস্থিতির প্রতিফলন দেখা যেত। সৃজিতের তৈরি এই ছবিতেও মিলবে সেই ঝলক। ছত্রে ছত্রে ‘মৃণালময়’ ট্রেলার। মৃণাল সেনের অল্প বয়সের চরিত্রে দেখা মিলবে কোরাক সামন্তের। ট্রেলারের শেষ দৃশ্যে দেখা যায় আয়নার সামনে নগ্ন হয়ে তিনি বলছেন, ‘কী? মৃণাল সেন?’ যা রীতিমতো গায়ে কাঁটা ধরায়। দেখা মেলে মনামী ঘোষেরও।

আরও পড়ুন: ‘Padatik’ Update: অশান্ত বাংলাদেশ, সৃজিত-চঞ্চলের ‘পদাতিক’ মুক্তি পাবে ওপার বাংলায়? কী জানালেন প্রযোজক?

ট্রেলার প্রসঙ্গে সৃজিত বলেন, ”পদাতিক’ হল কিংবদন্তি মৃণাল সেনের জীবন ও সময়ের একটি জীবনী, যা প্রায় ৭০ বছরের আখ্যানের সময়কাল ধরে বিস্তৃত। এটি মৃণাল সেনের কাজ, সিনেমা নিয়ে তাঁর প্রবন্ধ, তাঁর স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, তাঁর ছেলের সঙ্গে, সমবয়সীদের সঙ্গে, বিশেষ করে সত্যজিৎ রায়ের সঙ্গে এবং অবশ্যই তাঁর চলচ্চিত্রের রাজনীতি এবং সেই সময়ের উত্তাল পরিস্থিতিতে তিনি যেভাবে প্রতিক্রিয়া দেখাতেন তাঁর সঙ্গে সম্পর্কিত।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal