NOW READING:
‘এসমস্ত বিষয়ের মুখোমুখি হতে হয়’, মমতাকে প্রশ্ন প্রসঙ্গে বললেন পবিত্র সরকার
March 29, 2025

‘এসমস্ত বিষয়ের মুখোমুখি হতে হয়’, মমতাকে প্রশ্ন প্রসঙ্গে বললেন পবিত্র সরকার

‘এসমস্ত বিষয়ের মুখোমুখি হতে হয়’, মমতাকে প্রশ্ন প্রসঙ্গে বললেন পবিত্র সরকার
Listen to this article



<p>ABP Ananda Live: ২০৬০-র মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ভারতবর্ষ? প্রশ্নের মুখে আপত্তি, মমতার বিদেশযাত্রা বন্ধের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর। ভিন্নমত থাকতেই পারে, পাল্টা তৃণমূল। ছোট থেকেই লড়াই, সংগ্রামকে আমি কখনও ভয় পাই না। কিন্তু বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়। লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট মুখ্যমন্ত্রীর। বিদেশের মাটিতে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভ, কিন্তু নেপথ্য়ে কারা? সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা এই ঘটনার দায় স্বীকার করেছে। SFI-এর বক্তব্য়, মুখ্য়মন্ত্রী একটার পর একটা মিথ্য়ে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু SFI কোথাও, কোনও অবস্থাতেই পার পেতে দেবে না। পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকেই এই ধরনের ঘটনা।&nbsp;</p>



Source link