অবিবাহিত যুগলদের হোটেলে ‘নো এন্ট্রি’, চেক ইনে লাগবে এই নথি  

Estimated read time 1 min read
Listen to this article


 

Hotel Booking : কেবল স্বীকৃত সম্পর্কই (Married Couple) পাবে সিলমোহর। বিবাহিত যুগলরাই এই অ্যাপ থেকে বুকিং করতে পারবে হোটেল (OYO Hotel Booking) । এবার থেকে অবিবাহিত যুগলদের হোটেলে ‘নো এন্ট্রি’, চেক ইনে লাগবে এই নথি। সম্প্রতি এই নতুন নিয়ম চালু করল হোটেল বুকিং কোম্পানি OYO।

কোথায় শুরু হয়েছে এই নিয়ম
বিশেষত হোটেল পার্টনারদের জন্য এই চেক-ইন নিয়ম করেছে OYO ।  এই বছর থেকে এই নতুন নির্দেশিকা চালু করেছে কোম্পানি। নতুন নিয়ম অনুসারে, অবিবাহিত দম্পতিরা আর চেক ইন করতে পারবে না। সংবাদ সংস্থা পিটিআই রবিবার এই খবর প্রকাশ করেছে। নিউজ রিপোর্টে বলা হয়েছে, নতুন নিয়মটি প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের মিরাটে প্রযোজ্য হবে। সংশোধিত নির্দেশিকা অনুসারে, বুকিং করা সব দম্পতিকে চেক-ইন করার সময় সম্পর্কের বৈধ প্রমাণ দেখাতে হবে। এই নিয়ম অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।

Hotel Booking : আপনার শহরে কবে থেকে এই পরিকল্পনা ?
এই নির্দেশিকা অবিলম্বে মিরাটে OYO পার্টনার হোটেলগুলিকে প্রভাবিত করবে৷ গ্রাউন্ড ফিডব্যাকের উপর ভিত্তি করে কোম্পানি এই নীতি আরও শহরে প্রসারিত করার পরিকল্পনা করবে। কোম্পানি বলেছে, “OYO অতীতে এই বিষয়ে সচেতন সমাজের থেকে প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে মিরাটে এই সমস্যাটি সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যান্য কয়েকটি শহরের বাসিন্দারা অবিবাহিত দম্পতিদের OYO হোটেলে চেক-ইন করার অনুমতি না দেওয়ার জন্য আবেদন করেছেন।”

কালো তালিকাভুক্ত করা হবে এই হোটেলগুলিকে
OYO প্যান-ইন্ডিয়া এই উদ্যোগ শুরু করেছে। কোম্পানি পার্টনার হোটেল ও পুলিশের সঙ্গে নিরাপদ আতিথেয়তার উপর যৌথ সেমিনারে এই বিষয়ে জানিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে OYO এমন হোটেলগুলিকে কালো তালিকাভুক্ত করছে, যেগুলি তাদের নাম করে অনৈতিক কার্যকলাপের প্রচার করছে। OYO ব্র্যান্ডিং ব্যবহার করা এই অননুমোদিত হোটেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কোম্পানি।

Hotel Booking : বড় শহরে হয় না এই সমস্যা
নিয়ম মেনে বড় শহরগুলিতে হোটেল বুকিংয়ে কোনও সমস্যায় পড়েন না দম্পতিরা । যদি দম্পতি বিবাহিত হন, তবে ছোট শহরগুলিতেও তাদের কোনও সমস্যা হয় না। যদি দম্পতি অবিবাহিত হয়, তাহলে তারা ছোট শহরে অসুবিধার সম্মুখীন হন। হোটেল মালিকরা তাদের রুম দেন না।

আরও পড়ুন : Pan Card Scam: প্যান কার্ডে নতুন প্রতারণা ! এই ফাঁদে পা দিচ্ছেন ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours