NOW READING:
Indian Students in US: ট্রাম্পের অভিবাসী বিলের কোপে পড়ে এবার কি দেশে ফিরে আসতে হবে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়াদের?
April 10, 2025

Indian Students in US: ট্রাম্পের অভিবাসী বিলের কোপে পড়ে এবার কি দেশে ফিরে আসতে হবে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়াদের?

Indian Students in US: ট্রাম্পের অভিবাসী বিলের কোপে পড়ে এবার কি দেশে ফিরে আসতে হবে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়াদের?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিবাসী সমস্যা রুখতে নতুন বিল পেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকারের। জানা গিয়েছে, এই নতুন বিলের জন্য ভারত-সহ বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক নিয়ে পড়তে আসা পড়ুয়ারা বাড়তি সমস্যার মুখে পড়তে চলেছেন। কেননা, এখন থেকে পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে মার্কিন মুলুক। 

প্রসঙ্গত, মার্কিনদেশের মসনদে ফের বসার পর থেকেই সে দেশের অভিবাসী সমস্যার সমাধান-ইচ্ছে নিয়ে রীতিমতো কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক মাস ধরেই দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বেআইনি অভিবাসীদের বিমান চাপিয়ে সোজা নিজ-নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীবোঝাই সেই বিমান নেমেছিল ভারতেও। কিন্তু এখানেই না থেমে, মার্কিন দেশের অভিবাসী নীতিকে আরও কড়া করতে একেবারে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প।

আরও পড়ুন: Jio New Plan: মাত্র ১০১ টাকায় হাতে স্বর্গ! Jio আনছে স্বপ্নের প্ল্যান! ডেটা শেষ হওয়ার বিষয়টাই এবার অতীত হতে চলেছে…

আরও পড়ুন: Hanuman Jayanti 2025: এবার হনুমান জয়ন্তীতে বিরল গ্রহযোগ! বজরঙ্গবলীর কৃপায় টাকার পাহাড়ে বসে থাকবেন এই রাশির জাতকেরা…

এই বিলটির ফলে ঠিক কী ঘটেবে? 

মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান ও প্রযুক্তির স্নাতকের পড়ুয়ারা তাঁদের পড়াশোনা শেষ হওয়ার পরে ওয়ার্কিং ভিসার মাধ্যমে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে যোগ দিতে পারতেন। এই প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ভারতীয় পড়ুয়ারা সেখানে আরও দু-এক বছর পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারতেন। সেই প্রশিক্ষণ নেওয়ার বিষয়টাই এবার নতুন বিলের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করল যুক্তরাষ্ট্র সরকার। ফলে, এই বিল পাশ হলে বিজ্ঞান পড়ুয়ারাই বেশি সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে!

এই মুহূর্তে কত ভারতীয় পড়ুয়া এখন আমেরিকায় পঠনপাঠন রত?

সারা পৃথিবী থেকেই পড়ুয়ারা আমেরিকায় পড়তে যান। তবে একটা পরিসংখ্য়ান বলছে– ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ভারত থেকেই পড়তে পাড়ি দিয়েছিলেন ৩ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী। ভাবা যায়! আলোচিত বিলটি পাশ হলে এর জেরে হয়তো বিপদে পড়তে চলেছেন এই ৩ লক্ষ পড়ুয়াই? কী হবে তেমনটা ঘটলে? সময়ই বলবে। আপাতত বিষয়টির দিকে তাকিয়ে ছাড়া কোনও উপায় নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link