NOW READING:
WB Assembly ByElections: উপনির্বাচনে সবুজ ঝড়! কবে শপথ জয়ী প্রার্থীদের? চলে এল আপডেট..
November 25, 2024

WB Assembly ByElections: উপনির্বাচনে সবুজ ঝড়! কবে শপথ জয়ী প্রার্থীদের? চলে এল আপডেট..

WB Assembly ByElections: উপনির্বাচনে সবুজ ঝড়! কবে শপথ জয়ী প্রার্থীদের? চলে এল আপডেট..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে সবুজ-ঝড়। কবে শপথ জয়ী প্রার্থীদের? চলতি সপ্তাহেই! তাঁদের শপথ বাক্য পাঠ করানোর আর্জি জানিয়ে চিঠি পাঠানো হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সদুত্তর না এলে চলতি সপ্তাহেই ৬ কেন্দ্রের জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার স্পিকারই। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  TMC Meeting: দলে এবার নয়া দায়িত্বে অভিষেক! তৃণমূলের কর্মসমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত…

ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। চব্বিশের লোকসভা ভোটের ফলে উপনির্বাচন হল কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়ায়। সঙ্গে মেদিনীপুর ও বাঁকুড়ার তালড্যাংরায়। কবে?  ১৩ নভেম্বর। গত শনিবার ফল ঘোষণার পর দেখা যায়, ৬ আসনেই জিতেছে তৃণমূল।

এর আগে, বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবন ও বিধানসভা মধ্যে সংঘাত চরমে পৌঁছেছিল। শেষপর্যন্ত ফল ঘোষণার একমাস পর, বিধানসভাতেই ওই দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকারই। 
রাজ্যপাল অবশ্য  ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিয়েছিলেন।

এদিকে চব্বিশে লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয়েছিল রাজ্যের আরও ৪ কেন্দ্রে। য়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও কলকাতার মানিকতলা। সবকটি আসনেই জিতেছিল তৃণমূল। সেবার রাজ্যপালকে ছাড়াই বিধানসভায় জয়ী ৪ প্রার্থীকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন স্পিকার।

আরও পড়ুন:  Arpita Mukherjee: জামিন পেলেন অর্পিতা! ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড মঞ্জুর, জেলেই পার্থ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link