NOW READING:
Operation Sindoor Update: গুজরাটের কচ্ছ সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলা? সন্দেহজনক বিস্ফোরণ!
May 8, 2025

Operation Sindoor Update: গুজরাটের কচ্ছ সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলা? সন্দেহজনক বিস্ফোরণ!

Operation Sindoor Update: গুজরাটের কচ্ছ সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলা? সন্দেহজনক বিস্ফোরণ!
Listen to this article


Operation Sindoor Update: গুজরাটের কচ্ছে ভারত-পাক সীমান্তে ড্রোন হামলা? সন্দেহজনক বিস্ফোরণ! জানা যাচ্ছে, একটি ড্রোন ভারত-পাকিস্তান সীমান্তের কাছে গুজরাটের কচ্ছে এসে পড়ে। আর তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে তদন্ত। 

পাকিস্তানের ড্রোন? শুরু তদন্ত…
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সন্দেহজনক ড্রোনটির হাইভোল্টেজের বিদ্যুৎ লাইনের সঙ্গে সংঘর্ষ ঘটে। যার জেরেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সকাল ৬টা নাগাদ খাভদা ইন্ডিয়া ব্রিজ সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তারপরই একটি ড্রোন পড়ে থাকতে দেখা যায়। ড্রোনটি পাকিস্তানের কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুরু হয়েছে তদন্ত। ধ্বংসাবশেষ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিস ও বায়ুসেনা।

ভারতের অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর।’ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি ‘প্রিসিশন অ্যাটাকে’ গুঁড়িয়ে দিয়েছে ভারত। আর তারপর থেকেই আরও বেড়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা। পালটা হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ড্রোনটি পাকিস্তান থেকে এসেছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছেই! কারণ, অপারেশন সিঁদুর-এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুংকার দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

নিয়ন্ত্রণরেখায় পাক গোলাবর্ষণ
ভারতের প্রত্যাঘাতের পর থেকেই অস্ত্রবিরতি লংঘন করে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেকটরে নিয়ন্ত্রণরেখা বরাবর ব্য়াপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। পাক গোলাবর্ষণের জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৫ জন সাধারণ নাগরিক। শহিদ হয়েছেন এক জওয়ানও, ল্যান্স নায়েক দীনেশ কুমার। পাকিস্তান উসকানিমূলক গোলাবর্ষণ করে বালাকোট, মেন্ধর, মাংকোট, কৃষ্ণঘাটি, গুলপুর, কেরনি ও পুঞ্চের জেলাসদর দফতরেও। জনবসতি এলাকায় লাগাতার গোলাবর্ষণের জেরে প্রচুর বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন, India Pakistan War: ভারতীয় সেনার বিক্রমে চুরমার পাক যুদ্ধবিমান! রাতভর চেষ্টায় দাঁতও ফোটাতে পারেনি সীমান্তে…

আরও পড়ুন, India Pakistan War Operation Sindoor: ঝরেছে বিনয়-বিতানদের রক্ত, মুছেছে সিঁদুর! ভারতীয় সেনার স্কাল্প মিসাইল-হ্যামার বোমাতেই বৈধব্যের বদলা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link