Operation Sindoor: পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত হয়েছেন বেহালার বসিন্দা সমীর গুহ। রাতারাতি মুছে গিয়েছে স্ত্রী শর্বরী গুহর সিঁদুর। অবশেষে প্রত্যাঘাত করেছে ভারত। অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। স্বামীকে হারিয়েছেন শর্বরী। পিতাহারা হয়েছেন সদ্য স্কুল পেরনো কন্যা। ভারতের এই প্রত্যাঘাত নিয়ে কী বলছেন, শর্বরী? সংবাদসংস্থা এএনআই- কে শর্বরী বলেছেন, ‘এটা হওয়া তো উচিত ছিল। ভারত সরকার যখন আক্রমণ করেছে, তখন এভাবে ৯টা ঘাঁটি উড়িয়ে নয়, পুরো পাকিস্তানকে উড়িয়ে দেওয়া উচিত। এটা শেষ না করলে যে ঘটনা ঘটেছে, তা আবারও ঘটবে।’
#WATCH | Kolkata, West Bengal: Sarbori Guha, wife of Pahalgam attack victim Sameer Guha says, ” This was supposed to happen…whole Pakistan needs to be eliminated otherwise similar incidents will happen again” pic.twitter.com/sqxNaS5cfQ
— ANI (@ANI) May 7, 2025
মেয়ের পরীক্ষার পর স্ত্রী, সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বেহালার সমীর গুহ। আর পাঁচজন সাধারণ পর্যটকের মতো তাঁরাও বেড়াতে গিয়েছিলেন পহেলগাঁওয়ের কাছে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা, ‘মাস্ট ভিজিট প্লেস’ বৈসারন উপত্যকায়, যা ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামেও পরিচিত। আর সেখানেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। চরম পরিণতি হয়েছে সমীর গুহর।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে, মূলত পুরুষদের গুলি করে খুন করা হয়েছিল। মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। আর তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন। এই জঙ্গি হামলাতেই নিহত হয়েছিলেন সমীর গুহ।
পহেলগাঁওয়ের এই হামলার পর থেকেই ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত করবে ভারত? এই প্রশ্ন ঘুরছিল আমআদমির মনে। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনাবাহিনী এবং বায়ুসেনাবাহিনী- এই তিন বাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয়েছে। সূত্রের খবর, ২৫ মিনিটের অভিযানে ২৪টি মিসাইল ছোড়া হয়েছে। নিহত হয়েছেন অন্তত ৭০ জন জঙ্গি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। ভারতের প্রত্যাঘাতে নিহত হয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য এবং ৪ জন সহযোগী। গুরুতর জখম মাসুদের ভাই এবং ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফা।
আরও দেখুন