এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:4 Minute, 25 Second


 

Lok Sabha LIVE : মোদি মন্ত্রিসভার (Pm Modi) অনুমতি পাওয়ার পরই আজ লোকসভায় (Loksabha) পেশ হয়েছে এক দেশ ; এক নির্বাচন বিল (One Nation One Election)। বিজেপি (BJP)-সহ এই বিলের পাশে থাকছে NDA-এর মিত্র দলগুলি। পাশাপাশি বিরোধিতা করছে,কংগ্রেস, সমাজবাদী পার্টি ছাড়াও অনেকগুলি দল। সংখ্যার বিচারে কতগুলি দল পাশে থাকছে বিলের, বিরোধিতা (Opposition Parties) করছে কোন-কোন দলগুলি। 

সমর্থনের হিসেবে বিল পাশ করাতে পারবে মোদি সরকার
হিসেব বলছে, মোট 32টি দল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলকে সাপোর্ট করছে। যদিও অন্য 15টি দল এর বিরোধিতা করছে। জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, বিআরএস এবং এআইএডিএমকে-এর মতো দলগুলি এই আইনটিকে সমর্থন করেছেন। লোকসভার পাশাপাশি রাজ্য বিধানসভাগুলির একযোগে নির্বাচন ব্যবস্থা তৈরি করতেই এই বিল এনেছে মোদি সরকার।

কংগ্রেস
এই বিলের বিষয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, “এই বিলের বিরোধিতা করবে কংগ্রেস। আসলে বিজেপির আসল উদ্দেশ্য ছিল একটি “নতুন সংবিধান” আনা। রমেশ বলেন, “আমরা বিশ্বাস করি এটি অসাংবিধানিক। এই বিলটি মৌলিক কাঠামোর বিরুদ্ধে গণতন্ত্রকে স্তব্ধ করার জন্য আনা হয়েছে।”

শিবসেনা (ইউবিটি)
কংগ্রেসের মতো শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, বিলটি সংবিধানের বিরুদ্ধে সংবিধানের উপর আক্রমণ। এটি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কারচুপি। বিজেপি ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায়। আমরা জানি না এটি কতটা সাশ্রয়ী হবে। আমরা এই বিলের বিরোধিতা করব।”

সমাজবাদী পার্টি
 কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য থাকা সত্ত্বেও সমাজবাদী পার্টিও বলেছে, তারা এই আইনের বিরোধিতা করবে। অখিলেশ যাদব টুইট করে বলেছেন, ” এটি সংবিধানকে ধ্বংস করার আরও একটি  ষড়যন্ত্র।”

তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস টিএমপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, “বিলটি জনগণকে নিয়মিত ভোট দেওয়ার মৌলিক অধিকার কেড়ে নেবে। এই অধিকার সরকারকে দায়বদ্ধ রাখে এবং নিয়ন্ত্রণহীন ক্ষমতা প্রতিরোধ করে।”

ডিএমকে
ডিএমকে সুপ্রিমো এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন যে তার সংসদ সদস্যরাও বিলগুলির বিরোধিতা করবেন, বলেছেন যে রাষ্ট্রপতি শাসিত শাসনের সূচনা করাই বিজেপির চূড়ান্ত লক্ষ্য। স্ট্যালিন যুক্তি দিয়েছিলেন যে বিলগুলি, যদি পাশ হয়, পর্যায়ক্রমিক রাজ্য নির্বাচনের ব্যবস্থাকে শেষ করে দেবে, যার ফলে আঞ্চলিক অনুভূতিকে ক্ষুণ্ন করবে।

টিডিপি, ওয়ান নেশন ওয়ান ইলেকশনে ওয়াইএসআর কংগ্রেস
 বিলগুলি চন্দ্রবাবু নাইডুর টিডিপি, জেডি(এস) এবং ওয়াইএসআরসিপির মতো এনডিএ মিত্রদের সমর্থন পেয়েছে৷ ওয়াইএসআরসিপি সাংসদ পিভি মিঠুন রেড্ডি বলেছেন যে একযোগে নির্বাচন নিয়ে দলের কোনও সমস্যা নেই। “আমরা ইতিমধ্যেই সাধারণ নির্বাচনের সাথে একযোগে রাজ্য নির্বাচন করছি। আমাদের খুব বেশি সমস্যা নেই। আমরা বিলটিকে সমর্থন করব।” 

SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI

 

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *