Mohammedan Sporting Vs East Bengal: ‘রবি’ সন্ধ্যায় দুরন্ত মিনি ডার্বি, মশাল জ্বালিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএসএলে ১৩ দলের লড়াই। সেখানে কলকাতার তিন প্রধানের মধ্যে এক প্রধান-মোহনবাগান সুপার জায়ান্ট মগডালে (২১ ম্যাচে ৪৯ পয়েন্ট), যারা লিগ শিল্ড জেতা থেকে কয়েক কদম দূরে|  বাকি দুই প্রধানের অবস্থান একদম তলানিতে| ইস্টবেঙ্গল ১১ নম্বরে ও মহামেডান ১৩ নম্বরে| কলকাতা ময়দানের চিরাচরিত মিনি-ডার্বি স্বাদে-গন্ধে, বর্ণে-ছন্দে অতীতের ছায়া হয়ে অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে| আজ, রবি সন্ধ্যায়  প্রায় ফাঁকা যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ ঘিরে সেভাবে প্রত্যাশা ছিল না কোনও দলেরই, তবুও সমর্থকরা মাঠে আসেন শুধু মাত্র প্রিয় দলের সমর্থনে ও জয়ের আশায়| 

আরও পড়ুন:  ২২ মার্চ ইডেনে শুরু IPL, হাইভোল্টেজ ওপেনিংয়ে KKR vs RCB ডুয়েল! রইল নাইটদের সূচি

গত ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের পর ঘুড়ে দাঁড়াতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল| প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন অস্কার ব্রুজোর শিষ্যরা| মেসি বৌলি- নাওরেম মহেশরা বাঘের মতো গোল শিকারের অপেক্ষায় ছুঁকছুঁক করছিলেন| ম্যাচের ২৭ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন মহেশ| বিষ্ণুর থ্রু থেকে বাঁ-পায়ের শট জালে জড়িয়ে দেন উইঙ্গার দেখতে গেলে দিমিত্রিওস ডিয়ামানটাকোস যদি এর আগে দু’টি সিটার নষ্ট না করতেন, তাহলে প্রথম গোলের জন্য এতক্ষণ অপেক্ষা করতে হত না| প্রথমার্ধে নিশু কুমারের খেলাও নজর কাড়ল এদিন| 

প্রথমার্ধে যেখানে ইস্টবেঙ্গল শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করল| ৬১ মিনিটে ননন্দকুমারের পরিবর্তে নামা সাউল ক্রেসপো ৬৫ মিনিটে গোল করে স্কোরলাইন ২-০ করে ফেলেন| গোল করানোয় অবদান রাখলেন মেসি| 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রী-সাহচর্যের অনুরোধ! সিনিয়র ক্রিকেটারের কথা শুনে BCCI…

দুই গোলে পিছিয়ে থাকা মহামেডান গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল| ৫৯ মিনিটে অস্ট্রিয়ার মার্ক আন্দ্রেকে তুলে মেহেরাজউদ্দিন ওয়াডু নামিয়ে ছিলেন বাংলার সন্তোষ জয়ের নায়ক রবি হাঁসদাকে| সেই রবিই আলো ছড়ালেন| লোনে ক্যালকাটা কাস্টমস থেকে ছয় মাসের চুক্তিতে মহামেডানে আসা রবির এদিন আইএসএল অভিষেক হল| ৬৮ মিনিটে রবিই গোল করান ব্রাজিলিয়ান কার্লোস ফ্রাঙ্কাকে দিয়ে| খেলার ৭৬ মিনিটে যুবভারতীতে কয়েক মুহূর্তের জন্য এমন নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, যা দুই দলের সমর্থকদের মনে  ক্ষণিকে উত্তেজনার আগুন জ্বালিয়েছিল| সাদা-কালো বাহিনীর কাছে সুবর্ণ সুযোগ ছিল সমতা ফেরানোর|

আলেক্সিস গোমেজ, রবি ও লালরেমসাঙ্গা ফানাইরা ছয় গজ বক্সের মধ্যে তে-কাঠিতে বল জড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না| খেলায় যেন পরতে পরতে থাকল নাটক, ৮৮ মিনিটে লাল-হলুদ গোলকিপার প্রভসুখন গিল চোট পেয়ে মাঠ ছাড়েন, দায়িত্ব নেন দেবজিৎ মজুমদার| এই ঘটনার রেশ কাটতে না কাটতে ইস্টবেঙ্গল তিন নম্বর গোল করে ফেলে নির্ধারিত সময়ের এক মিনিট আগে| ৭৫ মিনিটে মেসির পরিবর্তে নামা ডেভিড লালহানসাঙ্গা প্রভাত লাকরার পাস থেকে বাঁ-পায়ের শটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন| নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর রেফারি আরও আট মিনিট যোগ করেছিলেন,  কিন্তু খেলার ফল একই থেকে যায়|

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours