নয়াদিল্লি : রেলের চাকরি ছাড়লেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগত ও তাঁর সতীর্থ কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া । উত্তর রেলে নিজের নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে আজ বিকালে সম্ভবত তাঁরা কংগ্রেসে যোগ দিচ্ছেন।
ভারতীয় রেলে কাজ করা স্মরণীয় ও গর্বের মুহূর্ত বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিনেশ। সেখানে তিনি লেখেন, ‘জীবনের এই সময়ে এসে, রেলের চাকরি থেকে নিজেকে সরিয়ে নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ইস্তফা জমা দিয়েছি। দেশের সেবার করার জন্য এই সুযোগ দেওয়ায় আমি সবসময় ভারতীয় রেল পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।’
भारतीय रेलवे की सेवा मेरे जीवन का एक यादगार और गौरवपूर्ण समय रहा है।
जीवन के इस मोड़ पर मैंने स्वयं को रेलवे सेवा से पृथक करने का निर्णय लेते हुए अपना त्यागपत्र भारतीय रेलवे के सक्षम अधिकारियों को सौप दिया है। राष्ट्र की सेवा में रेलवे द्वारा मुझे दिये गये इस अवसर के लिए मैं… pic.twitter.com/HasXLH5vBP
— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 6, 2024
সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচন। এরকম আবহে গত বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বিনেশ ফোগত ও বজরঙ্গ পুনিয়া । তাঁদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা। এপ্রসঙ্গে CNN-News18-কে বজরঙ্গ পুনিয়া বলেছেন, ‘হ্যাঁ, বিনেশ আর আমি আজ কংগ্রেসে যোগ দিতে পারি।’
বিষয়টি নিশ্চিত করেছেন, হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র কেওয়াল ধিংরাও। তিনি বলেন, ‘আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কংগ্রেসে যোগ দেবেন বিনেশ ফোগত ও বজরঙ্গ পুনিয়া। কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পাশে দাঁড়িয়েছেন। দিল্লিতে এই আন্তর্জাতিক খেলোয়াড়দের হেনস্থা করা হয়েছে। তাঁরা অত্যাচার ও হেনস্থার শিকার। ওঁরা ভোটে লড়বেন কি না তা ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। জয়ের সম্ভাবনা বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘
এর আগে খবর ছড়িয়েছিল, ভোটে লড়াই জন্য বিনেশকে টিকিট অফার করা হয়েছে। আর দল জিতলে পুনিয়াকে সরকারে পদ দেওয়া হতে পারে। এই দুই কুস্তিগীরই বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের প্রথম সারির মুখ ছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন