NOW READING:
Nusrat Jahan on Thakurpukur Accident: ‘যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে…’, ঠাকুরপুকুরকাণ্ডে সরব নুসরত!
April 10, 2025

Nusrat Jahan on Thakurpukur Accident: ‘যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে…’, ঠাকুরপুকুরকাণ্ডে সরব নুসরত!

Nusrat Jahan on Thakurpukur Accident: ‘যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে…’, ঠাকুরপুকুরকাণ্ডে সরব নুসরত!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠাকুরপুকুর দুর্ঘটনা (Thakurpukur Accident) ঘিরে উত্তাল গোটা টলিউড (Tollywood)। মদ খেয়ে গাড়ি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন সাধারণ মানুষেরাও। এর জেরে বুধবারই সিরিয়াল থেকে বাদ পড়েছে ঋ সেন (Rii Sen) ও স্যান্ডি সাহা (Sandy Saha)। এবার এই ঘটনা প্রসঙ্গে সরব হলেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। 

আরও পড়ুন- Rii | Sandy Saha: ঠাকুরপুকুর দুর্ঘটনার জেরে সিরিয়াল থেকে বাদ ঋ-স্যান্ডি, ‘অনৈতিক সিদ্ধান্ত’! দাবি অভিনেতার…

নুসরত জাহান ও যশ দাশগুপ্তের আগামী ছবি ‘আড়ি’। সেই ছবির প্রচারেই মাঝেই একটি ছবি পোস্ট করেন নুসরত। সেখানে লেখা, ‘যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে, তাদের সবার সাথে আড়ি’। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে আমরা সাপোর্ট করি না। দায়িত্ববান হন।’ সম্প্রতি এই ঘটনায় সোচ্চার হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। 

গত রবিবার (৬ এপ্রিল) সকালে ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। সেই আহতদের মধ্যে একজন ইতোমধ্যেই প্রয়াত, অন্যজন আশঙ্কাজনক, আহত আরও ৪। আগামী ১৬ এপ্রিল অবধি ভিক্টোকে পুলিসি হেফাজত দিয়েছে আলিপুর কোর্ট । সেই গাড়িতে ভিক্টো ছাড়াও ছিলেন দুই মহিলা, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋ সেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছিলেন ঋ, অন্যদিকে শ্রিয়াকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। সিনে দুনিয়ার এই তিন ব্যক্তির কাণ্ডে কার্যত হতবাক গোটা ইন্ডাস্ট্রি। 

আরও পড়ুন- Swastika Mukherjee: ‘চালক-সহ গাড়িতে বসা ২ মহিলারও কঠোর শাস্তি হোক’, ঠাকুরপুকুর দুর্ঘটনায় সরব স্বস্তিকা…

বুধবারই প্রযোজনা সংস্থার তরফ থেকেই স্যান্ডি সাহাকে জানানো হয় যে তাঁর চরিত্রটি বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে সিরিয়ালে ঋ-এর চরিত্রে আনা হবে নতুন অভিনেত্রীকে। শোনা যাচ্ছে ঋ অভিনেত্রী চরিত্রে দেখা যাবে রিমঝিম মিত্রকে। কে করবেন পরিচালনা? শোনা যাচ্ছে সিদ্ধান্তের বদলে এখন থেকে ‘ভিডিও বৌমা’ পরিচালনা করবেন রূপক দে। এমনকী প্রশ্ন উঠছে শ্রিয়ার চাকরি নিয়েও। তবে এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি চ্যানেল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link