Greece Earth quake: প্রায় ২০০ বার কেঁপে উঠল মাটি, খোলা আকাশের নীচে মানুষজন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত?…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক কম্পনে কেঁপে উঠল গ্রীসের ২ দ্বীপ। দেশের অন্যতম পর্যটন নগরী সান্তোরিনি ও আমোরগোস দ্বীপে প্রায় দুশোরও বেশি কম্পন অনুভূত হয়। ফলে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন ও পর্যটকরা। রাতভর অনেকেই খোলা আকাশের নীচে কাটাতে বাধ্য হন। আতঙ্কে বহু পর্যটক দেশ ছেড়ে পালিয়েছেন।
আরও পড়ুন-‘উষ্ণ’ প্রেমের সপ্তাহ! শীত বিদায়ের ‘দিনক্ষণ’ জানিয়ে দিল হাওয়া অফিস…
সোমবার সকাল সাতটা নাগাদ সান্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর-পশ্চিমে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল অবজারভেটরির জিওডাইনামিক্স ইনস্টিটিউট। রবিবার বিকেলে সমুদ্রে বা আশেপাশের দ্বীপগুলোতে ২০০ টিরও বেশি স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪. ৬ মাত্রার কম্পন। সান্তোরিনি এবং আমোরগোসের মধ্যবর্তী জলভাগে কম্পন আঘাত হেনেছে।
পরিস্থিতি বিবেচনা করে সান্তোরিনি ছাড়াও আমোরগোস, লোস ও আনাফির সব স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া সেখানে যাওয়া পর্যটকদের সরিয়ে নিতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ঘোষণা করেছে বিমান সংস্থাগুলি।
গ্রিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন। প্রায় ১৫ হাজার ৫ শত জনসংখ্যার দ্বীপের স্কুলগুলি সোমবার বন্ধ ছিল। স্থানীয় প্রশাসন জনগণকে আবদ্ধ স্থানে বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট বন্দর, পরিত্যক্ত ভবন এবং খালি সুইমিং পুল থেকে দূরে থাকতে বলেছে।
উল্লেখ্য, প্রতি বছর দ্বীপটিতে প্রায় ৩৫ লাখ মানুষ ঘুরতে যান। এছাড়া দ্বীপটির ২০ হাজার স্থায়ী বাসিন্দা রয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)