NOW READING:
Mayanmar Earthquake: মায়ানমারের ভূমিকম্পে মৃত ৬৯৪, আজ ফের কম্পন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানুন ৮ পয়েন্টে
March 29, 2025

Mayanmar Earthquake: মায়ানমারের ভূমিকম্পে মৃত ৬৯৪, আজ ফের কম্পন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানুন ৮ পয়েন্টে

Mayanmar Earthquake: মায়ানমারের ভূমিকম্পে মৃত ৬৯৪, আজ ফের কম্পন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানুন ৮ পয়েন্টে
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকাল রিখটার স্কেলে ৭.৭ ও ৬.৪ মাত্রার কম্পনের পর আজ ফের কেঁপে উঠল মায়ানমার।  শনিবার সকালে ৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার। টানা ২৪ ঘণ্টায় মোট ৬ বার কাঁপল দেশটির এক বিরাট অংশ। ওই কম্পন অনুভূত হল আফগানিস্থানেও।

এখনওপর্যন্ত আজ সকালের ওই কম্পনে কোনও ক্ষয়ক্ষতি খবর নেই। তবে গতকাল যে কম্পন হয়েছে তাতে ক্ষতির পরিমান ক্রমশ সামনে আসছে। মায়ানমার সেনার তরফে বলা হয়েছে এখনওপর্যন্ত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে এক মার্কিন সংস্থার আশঙ্কা মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

মায়ানমার ও থাইল্যান্ডের পরিস্থিতি

গতকাল ৭.৭ মাত্রার কম্পনে মায়ানমার ও থাইল্যান্ডে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা ধসে যাওয়া থেকে শুরু করে বাড়ি ঘর ভেঙে পড়ার ঘটনা প্রচুর।  বাদ যায়নি সেতু ও বৌদ্ধ প্য়াগোডাও।

মায়ানমারে ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দেশের দুটি শহরের ধ্বংসের চেহারা ভয়ংকর।

থাইল্য়ান্ডে গতকাল একটি নবনির্মিত বহুতল ভেঙে পড়ে। তাতেই মৃত্যু হয় ১০ জনের।

মায়ানমারে ক্ষতির ছবিটা কেমন তা এখনও স্পষ্ট নয়। কারণ সেখান থেকে কোনও খবর আসছে না।

আরও পড়ুন-হুলুস্থুল কাণ্ড! জনবহুল এলাকায় উদ্ধার ১১ ফুটের বিষধর, তটস্থ এলাকাবাসী…

আরও পড়ুন-তীব্র দহন জ্বালা! আরও চড়বে পারদ, জেলায় জেলায় দাবদাহ, ৪০-এর কোঠায় তাপমাত্রা…

খবর বাইরে বের হতে দেওয়ার উপরে বাধা নিষেধ আরোপ করেছে মায়ানমারের সেনা সরকার। সেনা জেনারেল মিন আং হাইং জানিয়েছেন মৃতের সংখ্য অনেক বাড়তে পারে। এখনওপর্যন্ত ১৪৪ জনের মৃত্য়ু হয়েছে ৭৩০ জন আহত।

মায়ানমারের রাজধানীর ধংসস্তূপ দেখলে বোঝা যায় ক্ষয়ক্ষতির পরিমান কী পরিমান হতে পারে। দেখা যাচ্ছে ধংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে মানুষজনকে। সেনাবাহিনী মানুষজনকে রক্তের জন্য আবেদন করেছে।

ইতিমধ্যেই মায়ানমারে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। বায়ুসেনার একটি সি ১৩০ জে হেলিকপ্টার হিন্দন বিমানবন্দর থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, খাবার, সোলার ল্য়াম্প, অ্য়ান্টিবায়েটিক, সিরিঞ্জ নিয়ে মায়ানমারে পাড়ি দেয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link