জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলে ‘সময় নষ্টের প্রবণতা’ কোচের স্ট্র্যাটেজিরই অংশ। ধরা যাক, কোনও দল এক গোলে এগিয়ে, সেই দলের গোলকিপার, নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার কিছু আগেই থেকেই, হাতে বল বেশিক্ষণ ধরে রেখে, ‘টাইম কিল’ অর্থাত্ সময় নষ্ট করেন। তবে সেসব অতীত হয়ে যাবে আসন্ন মরসুমে! নতুন নিয়মে বদলে যাচ্ছে ফুটবলদর্শন!
আরও পড়ুন: ২ মার্চ কি হবে রেড-লেটার ডে? একাধিক রেকর্ডের সামনে কোহলি, সচিনের আসনও সুরক্ষিত নয়!
গোলকিপারদের হাতে পরানো হচ্ছে শিকল! সময় নষ্টের ট্যাকটিক্স এবার আর মাঠে খাটবে না! ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি, গত শনিবার বেলফাস্টে সংস্থার ১৩৯তম বার্ষিক সাধারণ সভায় যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এবার থেকে গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলেই বিপাকে ফেলবেন তাঁর টিমকে। শাস্তি স্বরূপ প্রতিপক্ষ দলকে কর্নার দেবেন রেফারি। বর্তমান নিয়ম অনুযায়ী গোলরক্ষক বল না ছেড়ে দিয়ে ছ’সেকেন্ডের বেশি সময় ধরে রাখলে, প্রতিপক্ষ দল ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে যায়। এবার এই নিয়মই বদলে যাচ্ছে। এবার রেফারিরা পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন দেবেন গোলরক্ষকদের, সময় ফুরিয়ে আসছে বলে সতর্কও করবেন তিনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
কে হলেন কেকেআরের নতুন ক্যাপ্টেন? সুকৌশলে নাম ঘোষণা শাহরুখদের ! চলে এল বিরাট আপডেট…
আইএফএবি জানিয়েছে যে, আট সেকেন্ডের নিয়মটি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ টু-তে যুব দলের খেলায় পরখ করা হয়েছে। ইতালি ও মাল্টার অন্যান্য ছোটখাটো প্রতিযোগিতার ট্রায়ালেও ব্যবহার হয়েছে। ইতিবাচক ফলই মিলেছে। এই প্রসঙ্গে আইএফএবি-র ডিরেক্টর এবং আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান প্যাট্রিক নেলসন সাংবাদিক বৈঠকে বলেন,’ গোলরক্ষকের আচরণের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ট্রায়ালের ফলাফল খুবই ইতিবাচক হয়েছে। বর্তমান নিয়ম অনেক মানুষের জীবনেই অভিশাপের মতো ছিল।’ এখন দেখার কবে এই নিয়ম লাগু হয়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)