# Tags
#Blog

বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি,গুলিতে নিহত বন্দি সাজ্জাক

বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি,গুলিতে নিহত বন্দি সাজ্জাক
Listen to this article



<p>ABP Ananda Live: পুলিশের উপর গুলি চালিয়ে উধাও বন্দি সাজ্জাক নিহত। বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক, খবর পুলিশ সূত্রে। সাজ্জাককে ধরার চেষ্টা করলে, সে বাংলাদেশে পালানোর চেষ্টা করে। তখন সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, খবর পুলিশ সূত্রে। পাল্টা গুলি চালিয়েছিল সাজ্জাকও, খবর পুলিশ সূত্রে। গুলিতে নিহত বন্দি সাজ্জাক আলম। উধাও বন্দিকে ধরতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন DG রাজীব কুমার, খবর সূত্রের। এরপরই গোয়ালপোখরে গুলিকাণ্ডে অভিযুক্তকে ধরতে অল আউট ঝাঁপায় পুলিশ।</p>
<p>'<strong>আশ্চর্যের বিষয়, সুপ্রিম কোর্টের সামনে এত মিথ্যে বলা যায়,’ CBI প্রসঙ্গে বিস্ফোরক নিহত চিকিৎসকের বাবা</strong></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। তার ২৪ ঘণ্টার মধ্য়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সিবিআই-এর চার্জশিটেও ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে একমাত্র সঞ্জয় রায়কেই। আগামীকাল এই মামলার রায় ঘোষণা। আর তার আগে ফের সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার বাবার।&nbsp;</p>
<p>এদিন এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তিনি বলেন, "সত্য এখনও উদঘাটিত হয়নি। একজনের পক্ষে এই কাজ ঘটানো অসম্ভব। আমরা সিবিআইয়ের উপরও ভরসা রাখতে পারছি না। আমরা হাইকোর্টের বিচারপতি তত্ত্বাবধানে ইন্ডিপেন্ডেন্স ইম্পেরিয়াল অফিসারকে দিয়ে তদন্ত করাতে চেয়েছিলাম। হাইকোর্ট সিবিআইকে ভাল মনে করে, সিবিআইকে দিয়েছিল। প্রথম দিকে সিবিআইয়ের উপর ভরসা রেখেছিলাম। আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। কলকাতা পুলিশ প্রথম দিন যা করেছে। আমার মেয়ের মৃত্যু আমাদের কাছে শোকের বিষয়। পুলিশের কর্মকাণ্ডে আমরা দুঃখ পেয়েছি। পুলিশের মানসিক অত্যাচার সহ্য করেছি। সেটা পুলিশ কার নির্দেশে করেছিল সেটা পুলিশই জানে। বিচারপতি সব দিক দেখেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআইয়ের কাছ থেকে আজ পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। এই যে রিপোর্ট ভাইরাল হয়েছে সেখান থেকে জানতে পারছি। সিবিআই যোগযোগ করে না। এটাই তো আশ্চর্যের বিষয়,&nbsp;<a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ের সামনে দাঁড়িয়ে এত মিথ্যে কথা বলা যায়।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal