# Tags
#Blog

গোয়ালপোখরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু, গ্রেফতার আরও এক সহযোগী

গোয়ালপোখরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু, গ্রেফতার আরও এক সহযোগী
Listen to this article


কলকাতা: গোয়ালপোখরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু, গ্রেফতার এক সহযোগী। পুলিশ সূত্রে খবর, শুধু আব্দুল নয়, সাজ্জাককে গা ঢাকা দিতে সাহায্য় করেছিল ধৃত হজরত। এখনও অধরা আব্দুল।

গ্রেফতার এক সহযোগী: গোয়ালপোখরে পুলিশের ওপর গুলিকাণ্ডে গ্রেফতার নিহত সাজ্জাক আলমের এক সহযোগী। ধৃত শেখ হজরত পুলিশকে গুলি করে পালানোর পর, নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল সাজ্জাককে। এমনকী, পালানোর জন্য বাইকও জোগাড় করে দেয়। আজ ভোরে গোয়ালপোখর থেকেই হজরতকে গ্রেফতার করা হয়। সাজ্জাককে অস্ত্র পাচারে অভিযুক্ত, আরেক সহযোগী আব্দুল হোসেন।

বুধবার আদালত থেকে জেলে ফেরার সময়, দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক। গা ঢাকা দেয় বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোয়ালপোখরের কীচকটোলা গ্রামে। গতকাল সকালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময়, পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় সাজ্জাক আলম। এই  ঘটনায় প্রশ্ন ওঠে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে? কে তাকে দিল আগ্নেয়াস্ত্র? তাতেই সামনে আসে এক চাঞ্চল্য়কর তথ্য়। পুলিশ সূত্রে খবর, অনুপ্রবেশের একটি মামলায় কিছুদিন ইসলামপুর জেলে ছিল, বাংলাদেশের এক নাগরিক, নাম আব্দুল হোসেন। সেখানেই খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাকের সঙ্গে তার পরিচয় হয়। মাস পাঁচেক আগে জেল থেকে ছাড়া পায় আব্দুল। বুধবার কোর্ট লক আপে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় এই বাংলাদেশি আব্দুলই। এরই মধ্য়ে সামনে আসে এই ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি চালিয়ে দু’-দু’জন পুলিশ কর্মীকে কাবু করে পালাচ্ছে ওই বন্দি। 

এদিকে মুর্শিদাবাদের ডোমকলে পুুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। ধৃত রফিকুল শেখের স্ত্রী মিনা বিবি রায়পুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান ছিলেন। বন্দি ছিনতাইয়ের ঘটনায় মিনা বিবিকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৫। বন্দি সোহেল রানা এখনও ফেরার। প্রতিবেশীর বাড়ি থেকে টাকা ও সোনা চুরির অভিযোগে সোহেলকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। বুধবার ধৃতকে নিয়ে চোরাই জিনিস উদ্ধার করতে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ কর্মীরা। ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে কোপাতে যায় ধৃতের বাড়ির লোকজন। বাঁ হাতের আঙুলে কোপ পড়ে ডোমকল থানার ডুমুরতলা ক্যাম্পের ইনচার্জ রানাপ্রতাপ সেনগুপ্তর। 

আরও পড়ুন: Weather Update: নামল পারদ, বঙ্গে বাড়ল শীতের আমেজ; জেলায় জেলায় কুয়াশার সতর্কতা

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal