উত্তর দিনাজপুর: ইসলামপুরে নদী থেকে উদ্ধার প্রচুর কার্তুজ! প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার। নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? ঘনীভূত রহস্য। মাছের বদলে নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ! উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁও এলাকায় এটাই এখন খবর। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয় দোলনচা নদীতে স্নান করতে নেমে কচিকাঁচাদের পায়ে ঠেকে কার্তুজ। প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি। কিন্তু নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
আরও পড়ুন, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে NIA তদন্তের দাবি দিলীপের, ‘সরকার তথ্য লোপাট করতে চায়..’ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন