উত্তর দিনাজপুর: ৪৮ ঘণ্টা পার, পলাতক বন্দি কি পালানোর চেষ্টা করতে পারে বাংলাদেশে? গোয়ালপোখরকাণ্ডে এই আশঙ্কাতেই আরও জোরদার তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ জেলার বিশেষ দল।
দু’দিন কেটে গেলেও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর ঘটনায় এখনও অধরা বিচারাধীন বন্দি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গুলি চালিয়ে দু’-দু’জন পুলিশ কর্মীকে কাবু করে পালাচ্ছে ওই বন্দি। পলাতক বন্দি ও সাহায্যকারীর ছবি দিয়ে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুলিশ পাহারায় থাকা বন্দির হাতে কীভাবে পৌঁছল অস্ত্র? পুলিশ তাহলে কী করছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। গুলিবিদ্ধ পুলিশকর্মীদের দেখতে গিয়ে, গুলি চালানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর ঘটনায়, পলাতক বন্দি কি পালানোর চেষ্টা করতে পারে বাংলাদেশে? সেই আশঙ্কা থেকেই তাঁকে ধরতে এবার আরও জোরদার তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ জেলার বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, গোয়ালপোখরে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। ৬ কিলোমিটার দূরে বিহার সীমানা। এখানেই শেষ নয়, পলাতক বন্দি নেপালে পালানোর চেষ্টা করতে পারেন বলেনও আশঙ্কা করছেন তদন্তকারী অফিসাররা। খবর সূত্রের।
আরও পড়ুন, বিক্ষোভ কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের
আরও দেখুন