North Bengal Landslides। উত্তরবঙ্গ বিপর্যয়ে দায় কার । Darjeeling

দার্জিলিঙে বিপর্যয়ের নেপথ্যে কি অনিয়ন্ত্রিত নির্মাণ আর পর্যটনের বিপুল বোঝা? আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: #darjeeling #northbengal #darjeelinglandslide source
1 Min Read 28 17



দার্জিলিঙে বিপর্যয়ের নেপথ্যে কি অনিয়ন্ত্রিত নির্মাণ আর পর্যটনের বিপুল বোঝা?

আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন:

#darjeeling #northbengal #darjeelinglandslide

source

Anandabazar Patrika

28 thoughts on “North Bengal Landslides। উত্তরবঙ্গ বিপর্যয়ে দায় কার । Darjeeling

  1. যেখানে ইচ্ছে এরা বস্তি বানিয়ে ফেলছে, বিপর্যয় তো হবেই । ভোগ এবার বাল ।

  2. আমাদের দায়, আমজনতার দায়।। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকান, লজ্জা লাগেনা পাহাড় গিয়ে নোংরা করতে, জানোয়ার এর মতো খাবার খেয়ে নোংরা করতে

  3. পাহাড়ের ছোট ছোট জলবিদ্যুৎ কেন্দ্র না তৈরি হলে, পাহাড়ের মানুষের জন্য বিদ্যুতের যোগান কে দেবে? পাহাড়ে শুধু সৌর বিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ এর উৎপাদনের মাধ্যমে কি পাহাড়ের মানুষের চাহিদা মেটানো সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেটাই করতে হবে। আর যদি সম্ভব না হয়, তাহলে জলবিদ্যুৎ উৎপাদন করতেই হবে। তাতে যত বড় বিপর্যয় আসুক না কেন তার বিকল্প কোন পথ সম্ভবত এখনো পর্যন্ত নেই। কারণ সমতলে তাপবিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেই বিদ্যুৎ পাহাড়ে যোগান দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। বাকি থাকে পাহাড়ে গ্যাস টারবাইন বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। কিন্তু সেইরকমভাবে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি হবে বলেই মনে হয়।

  4. লাভ নেই এর জন্য আমরা দায়ী ,,,আর ভয়ানক দিন আসছে মানব জাতির জন্য ,, ক্লাইমেট চেঞ্জ আর হবে ,,,আর কাট গাছ তৈরি করো কল রিসোর্ট কল কারখানা,,যত ভোগান্তি সাধারন মানুষের কৃষকের বিশেষ করে ,,,

  5. লোভে পাপ, পাপে মৃত্যু। এড়াতে পারা অসম্ভব। এখানে তো রাজ্যের বিপর্যয় ঘোষিত হবে , season এ লাখ লাখ আমদানি হবে! কলকাতা র জন্য ও সরকারি খরচ হবে। বা৺কুড়া আর দুই মেদিনীপুর এর হতভাগা চাষাদের কি হবে? কবে তারা কৃপা দৃষ্টি পাবে? তারাকি দোষ করল? তাদের তো চাষ টাই সমবল!!

  6. DUE TO UNPRECEDENTED SITUATION CAUSED BY NATURAL DISASTER IN THE NORTH BENGAL DISTRICTS,MANY STUDENTS WILL BE UNABLE TO GIVE THE UPCOMING WBP SI EXAMINATION WHICH SCHEDULED TO BE HELD ON 12.10.2025.PLEASE
    POSTPONED THE EXAM.

  7. হিমালয় পৃথিবীর সব থেকে ছোটো মানে কমবয়েসী পর্বত এই পাহাড় তৈরি হয়েছে পাললিক শিলা দিয়ে যা আজও ক্রমবর্তমান কারন আজও এর প্লেট স্থির হয়নি তার ওপর রাস্তা ও রেললাইন এর কাজের জন্য চলছে অনবরত ড্রিলিং মেসিন ফলে এ বিপত্তি, আজেবাজে কারণ দেখিয়ে পাহাড়ের ওপর অত্যাচারের কথা কেউ বলছেনা, সাধারণ মানুষ যতটা দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী রাষ্ট্র-যন্ত্র যা আজ কিছু লোভী মানুষের হাতের পুতুলে পরিনত হয়েছে, আর যারা এর বিরুদ্ধে বলতে যাবে তাদের হবে গারদের পেছনে, লাদাখের সোনাম ওয়াংচু তার একটি জ্বলন্ত উদাহরণ। মিডিয়া ও এই ফাঁদে পা দিয়েছে।

  8. মানুষ যেদিন বুঝতে পারবে প্রকৃতিকে রক্ষা করাই মানুষের ধর্ম সেদিন মানুষও রক্ষা পাবে।

  9. সমস্ত হিমালয়ের উপর ভীষণ ভারী বহু হোটেল হয়েছে। পর্যটক বেড়েছে,তাই প্লাসটিকের আবর্জনা ও বেড়েছে। গাছ কেটে পরিবেশ ধংস করার ফল ভুগছেন সাধারণ মানুষ।

Leave a Reply to @BeautifulNature-oi8ry Cancel reply

Your email address will not be published. Required fields are marked *