উমেশ তামাঙ্গ,দার্জিলিং: ফের পাহাড়ে ধস। ভোগান্তিতে জাতীয় সড়ক। এবার ফের কালিম্পং জেলার মাল্লি বাজারের কাছে ধস নেমে ভোগান্তির মুখে আটকে ১০ নং জাতীয় সড়ক। এদিকে যাতায়াতের মাধ্যম হিসেবে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে ভূমিধসের জেরে সিকিমের সঙ্গে যুক্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা আটকে ভোগান্তি চরমে পৌঁছেছে। ভেঙে পড়েছে গাছও। যদিও কারও হতাহতের খবর আসেনি।
আরও পড়ুন, মঙ্গলে ভারী বৃষ্টির আশঙ্কা, সতর্কবার্তার আওতায় আপনার জেলা ? আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন