<p><strong>মলয় চক্রবর্তী, দার্জিলিং:</strong> পুজোর আগেই রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস। মূলত অফিস টাইমেই চালু থাকবে এই বিশেষ পরিষেবা। মহিলাদের নিরাপত্তার দিকটাও গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে।</p>
<p> উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শিলিগুড়িতে পরিবহণ নিগমের সাথে বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত জানান। তিনি জানিয়েছেন, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই বাস সার্ভিস চালু হতে চলেছে। এই বাস পরিষেবা মূলত অফিস টাইমেই চালু থাকবে। পাশাপাশি পার্থপ্রতিম রায় আরও জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তার স্বার্থে দূরপাল্লার পুরনো গাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।</p>
<p>আর জি কর কাণ্ডের জের, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে চালু হয়েছে হেল্প লাইন নম্বর। এই নাম্বারের মধ্য দিয়ে মহিলারা যে কোনও বিপদের সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। পূর্ব মেদিনীপুর জেলায় আশা পর্যটকরা বিপদের সম্মুখীন হলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের দ্রুত সমস্যার সমাধান হবে। ফোনের মাধ্যমে ও হোয়াইটঅ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাবেন। এমনকি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গাইড ও পাওয়া যাবে।এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন থানা এলাকার অফিসারদের নাম্বার ও পাওয়া যাবে। নাম্বারটি হল ৯৮০০৭৭৫৯৯৯ ।</p>
<p>অপরদিকে, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। চালু হয়েছে টেলি-মেডিসিন পরিষেবা। শুক্রবারই ঘোষণা করে জানায় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079</p>
<p>আরও পড়ুন, <a title="পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়.." href="https://bengali.abplive.com/business/petrol-diesel-price-today-fuel-price-in-kolkata-india-on-13-september-1094993" target="_self">পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1726274830595000&usg=AOvVaw1RG62m_Wmn7v5h6CbHnt6F">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<p> </p>
Source link
সুখবর, পুজোর আগে রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস !
