NOW READING:
বাড়ি তৈরিতে বাধা, TMC-র দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বুথ-সহ সভাপতি, নেওয়া হল হাসপাতালে..
January 11, 2025

বাড়ি তৈরিতে বাধা, TMC-র দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বুথ-সহ সভাপতি, নেওয়া হল হাসপাতালে..

বাড়ি তৈরিতে বাধা, TMC-র দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বুথ-সহ সভাপতি, নেওয়া হল হাসপাতালে..
Listen to this article


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শাসনের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে জখম বুথ-সহ সভাপতি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযোগ, নিজের জমিতে দাদপুর গ্রাম পঞ্চায়েতের কামিগাছি  গ্রামে ঘর বানাচ্ছিলেন বুথ সহ সভাপতি ও তার পরিবারের সদস্যরা। তখনই তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবল তার বাড়িতে হামলা চালায় । বাড়ি ভাঙচুর চালানো হয়। তার জমি দখল করে বুথ সহ-সভাপতির  লোকজন বাড়ি তৈরি করার তাতে বাধা দিয়েছেন বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্যর। ঘটনা ঘিরে এলাকার ব্যাপক উত্তেজনা।

আরও পড়ুন, মালদায় TMC নেতা ‘খুনে’ নিরাপত্তা বাড়ল রাজ্যের মন্ত্রীর, আতঙ্কে শাসকদলের নেতা-নেত্রীরা ! 

আরও দেখুন



Source link