কলকাতা: দমকলমন্ত্রীর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শাসনে সংঘাত! ভোটার তালিকা নিয়ে বৈঠকে সুজিত, দলবল নিয়ে বিক্ষোভ। যাদের নাম ঘোষণা হবে, তারা ছাড়া সবাইকে বেরোতে নির্দেশ মন্ত্রীর। বৈঠকে মন্ত্রী, হুড়মুড়িয়ে দলবল নিয়ে ঢুকলেন ২ তৃণমূল নেতা! ‘অভিষেক নির্দেশে ব্লক সভাপতি, তাও বাদ দিয়ে বৈঠক?’ প্রশ্ন তুলে মন্ত্রীর কাছেই জবাব চাইতে আসার দাবি ব্লক সভাপতির । সুজিতের বিরুদ্ধেই গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ বিক্ষুব্ধের একাংশের। বিজেপির দালাল বলে খোদ মন্ত্রীকেই আক্রমণ করে উঠল স্লোগান!
আরও পড়ুন, ‘রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল’ ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? ‘অভিষেক আইকন..’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন