পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, উত্তর ২৪ পরগনা: ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার হল আরও একটি ডবল ব্যারেল বন্দুক। STF সূত্রে খবর, ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর লুকিয়ে রেখেছিল এই বন্দুক। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদের পর সামনে আসে এই তথ্য়।
জীবনতলা অস্ত্র-কার্তুজকাণ্ডে ফের উদ্ধার হল বন্দুক। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার হল একটি ডবল ব্যারেল বন্দুক। এই নিয়ে এই মোট ৩ টি বন্দুক উদ্ধার করল রাজ্য় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।বেঙ্গল STF সূত্রে দাবি, বিবাদীবাগের অস্ত্রের দোকানের কর্মী শান্তনু সরকারের কাছ থেকেই এই অস্ত্র কিনেছিলেন মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু। তারপর তা লুকিয়ে রেখেছিলেন মাছের ভেড়িতে। তাঁকে জেরা করেই খোঁজ মিলেছে অস্ত্রের।
গোপন সূত্রে খবর পেয়ে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এবং উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল STF. প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় বারুইপুর পুলিশ জেলা এবং বেঙ্গল STF এর যৌথ, তল্লাশিতে জীবনতলা থেকে উদ্ধার হয়েছে – ১৯০টি তাজা 7.65mm পিস্তলের কার্তুজ। পাশাপাশি, উদ্ধার হয় ৯টি বারো বোরের কার্তুজ এবং একটি বারো বোরের ডাবল ব্যারেল বন্দুক। ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছে- দোকানের ২ কর্মী সহ ৬জন।
আশিক ইকবাল গাজি ওরফে বাপ্পা , আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু, হাজি রশিদ মোল্লা , জয়ন্ত দত্ত , ফারুক মল্লিক, শান্তনু সরকার। সূত্রের খবর, তদন্তে নেমে রাজ্য়ে পুলিশের STF জানতে পেরেছে, শুধু বুলেট নয়, বিবাদী বাগের অস্ত্রের দোকান থেকে মোটা টাকার বিনিময়ে দুষ্কৃতীদের হাতে পৌঁছে গেছে অস্ত্র ও বন্দুক, যা ব্য়বহার করা হয়েছে রাজ্য়ের একাধিক শ্য়ুটআউটের ঘটনায়। অস্ত্র-কার্তুজের হিসেব মিলিয়ে দেখতে দোকানের ২ কর্মীকে নিয়ে একাধিকবার বিবাদীবাগের দোকানে হানা দিয়েছে STF। আর এর মাঝেই এবার সামনে এল এই ভাইরাল ভিডিও।
আরও পড়ুন, ‘RG করের বোনটি আজও বিচার পাননি, চিকিৎসকদের বেতন বৃদ্ধি আন্দোলনকে ছত্রভঙ্গ করার ছক..’ !
ক্য়ানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের বিধায়ক সওকত মোল্লা বলেন, কোনও ঘটনা ঘটেনি। বসিরহাট থেকে কার্তুজ উদ্ধার হয়েছে। আর সেটা জীবনতলা …দেখানো হচ্ছে। চক্রান্তটা কোন জায়গায় হচ্ছে? জীবনতলা থানায় কেস করা হচ্ছে। বলছে জীবনতলা থেকে উদ্ধার করা হয়েছে। তৃণমূল বিধায়কের ভাইরাল এই ভিডিও নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বেঙ্গল STF সূত্রে দাবি, জীবনতলা থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধারের ঘটনায়, জীবনতলা থানাতেই মামলা দায়ের করেছে তারা।
আরও দেখুন