NOW READING:
‘কম পয়সায় বিদেশি কয়েন..’, প্রস্তাবে রাজি হয়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা !
January 1, 2025

‘কম পয়সায় বিদেশি কয়েন..’, প্রস্তাবে রাজি হয়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা !

‘কম পয়সায় বিদেশি কয়েন..’, প্রস্তাবে রাজি হয়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা !
Listen to this article


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাওয়ার আশায় প্রতারকদের ফাঁদে রাজ্যের বাসিন্দা। ডলার ভাঙানোর সূত্র ধরেই যোগাযোগ শুরু হয়েছিল। সেটাই শেষ অবধি কাল হল ! এক লক্ষ টাকা দিয়ে সর্বস্বান্ত মালদ্বীপে কর্মরত বঙ্গসন্তানের বাবা।

মালদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে। সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল। ফ্রডস্টার আফতাব খরাদি আর রাজু বিশ্বাসের সাথে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই। তারা আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবে। এমন এক পরিকল্পনা মাফিক আজ তারা কাঁচরাপাড়াতে দেখা করে। এক লক্ষ টাকার বিনিময়ে ৫৫৭ টি কয়েন ও একটি ১০০ সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেয়। কিন্তু কয়েন হাতে নিয়ে আকবর বুঝতে পারে সব কয়েন নয় বরং সেগুলি ছোট ছোট সাইজের টিনের চাকতি !! কিন্তু ততক্ষণে চম্পট দেয় প্রতারকরা। আকবর ছুটে যায় বিজপুর থানায়। বিজপুর থানাতে অভিযোগ দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় দুজন আসামিকে।

আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ আটচল্লিশ হাজার পাঁচশ টাকা, দুটি মোবাইল ফোন, বেশ কিছু জাল নথিপত্র, টিনের কয়েন তৈরি করার সরঞ্জামাদি। আসামিদের মধ্যে আফতাব খরাদির বাড়ি বাংলাদেশে। আগামীকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে আরো কে কে জড়িত আছে তার তদন্ত চলছে।

আরও পড়ুন, বর্ষবরণের রাতে আইনজীবীর উপর চলল ‘গুলি’, পুলিশ পৌঁছতেই উধাও ‘মাটি মাফিয়ারা’ !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে…

 

আরও দেখুন



Source link