NOW READING:
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় সমবায় ভোটে তৃণমূলে সৎ-অসৎতের লড়াই
March 23, 2025

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় সমবায় ভোটে তৃণমূলে সৎ-অসৎতের লড়াই

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় সমবায় ভোটে তৃণমূলে সৎ-অসৎতের লড়াই
Listen to this article



<p>ABP Ananda Live: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় সমবায় ভোটে তৃণমূলে সৎ-অসৎতের লড়াই। অসৎদের হার হয়েছে। এমনই দাবি করেছেন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। পূর্ব বারাসাত কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসনে ভোট হয় শনিবার। তৃণমূলের দুই গোষ্ঠী আলাদা প্রার্থী দেয়। তৃণমূলের বিক্ষুব্ধরা ৮টি আসনে জয়ী হয়। অপর পক্ষ পায় ৪টি আসন। সূত্রের খবর, ভোট চলাকালীন ব্যালট ছেঁড়ার ঘটনাও ঘটে। যদিও দু&rsquo;পক্ষই তা অস্বীকার করেছে। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান দাবি করেন, ভোটে&nbsp; অসৎদের হার হয়েছে। অপর পক্ষের দাবি, বিজেপির সাহায্য &nbsp;নিয়ে বিরুদ্ধ গোষ্ঠী জিতেছে। সমবায় ভোটে তৃণমূলের কোন্দল নিয়ে বনগাঁ দক্ষিণের বিধায়কের কটাক্ষ, তৃণমূলে সৎ লোক নেই। শুধু নিজেদের মধ্যে খেয়োখেয়ি চলছে।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>বিচারপতি যশবন্তের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্তর্তদন্ত শুরু করেছে আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তার জন্য একটি কমিটিও গঠন করেছেন। বিচারপতি যশবন্তকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশও দেন তিনি। কিন্তু সেই নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিল প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের আদালত কোনও ‘ডাস্টবিন’ নয়। এমন পরিস্থিতিতে বিচারপতি যশবন্তকে এই মুহূর্তে কোনও মামলার দায়িত্ব দেওয়া যাবে না বলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন CJI খন্না।&nbsp;</p>



Source link