# Tags
#Blog

বেলঘরিয়ায় শ্যুটআউট, ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ডে হেফাজতে সুবোধ সিং-সহ ১১

বেলঘরিয়ায় শ্যুটআউট, ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ডে হেফাজতে সুবোধ সিং-সহ ১১
Listen to this article



<p><strong>কলকাতা:&nbsp;</strong>বেলঘরিয়া, রথতলা এলাকায় এর আগে একাধিক শ্যুটআউটের ঘটনা ঘটেছে। ১৫ জুন, ভরদুপুরে বেলঘরিয়ায় জনবহুল BT রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে সুবোধ সিং-সহ ১১ জনকে হেফাজতে নেয় পুলিশ।&nbsp;</p>
<p>জনবহুল বি টি রোডে ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনায় আরও এক দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিশ। বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহ ঘনিষ্ঠ আলতাফ রাজা বন্দি রয়েছেন হাওড়া জেলে।&nbsp; বি টি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর মুহুর্মুহু গুলি চালানোর ঘটনায়, ফের সামনে এল ভিন রাজ্য়ের দুষ্কৃতী-যোগ।বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহ ঘনিষ্ঠ আরও এক দুষ্কৃতীকে চিহ্নিত করল পুলিশ।সূত্রের দাবি, হাওড়া জেলে বন্দি বিহারের সমস্তিপুরের বাসিন্দা সেই আলতাফ রাজাকে &nbsp;ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে বেলঘরিয়া থানার পুলিশ।</p>
<p>১৫ জুন, দুপুরে জনবহুল বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। পরের দিন ব্যবসায়ী দাবি করেন, বিহার থেকে তাঁকে ফোন করে হমকি দিচ্ছে গ্যাংস্টার সুবোধ সিং। এর ২দিন পর, ব্যারাকপুরের আরও এক ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি-ফোনের অভিযোগ সামনে আসে। পুলিশ সূত্রে দাবি, বিহারের জেলে বসেই অজয় মণ্ডলের ওপর হামলার ছক কষে সুবোধ।</p>
<p>এই ঘটনায়, যে দুষ্কৃতীরা জড়িত তাদের ইতিমধ্যেই গ্রেফতার করে পুলিশ। এরপরেই ২ শ্যুটারের খোঁজ চলে। পুলিশ সূত্রে দাবি, বিহারের বাসিন্দা সুবোধ ঘনিষ্ঠ আলতাফ রাজা এই হামলাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আলতাফই ব্যবসায়ী অজয় মণ্ডলকে চিনিয়ে দেয়। শ্যুটারদের জন্য বাইকও জোগাড় করেছিল এই আলতাফ। শ্যুটআউটের পর ভাড়াটে দুষ্কৃতীরা কোন পথে পালাবে তাও ঠিক করে দেয় সে।সূত্রের দাবি, ধৃত সাহিল-সহ ৪ দুষ্কৃতীকে জেরা করে আলতাফের জড়িত থাকার প্রমাণ মিলেছে।</p>
<p>আরও পড়ুন, <a title="জেলায় জেলায় ট্যাব ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, ‘কীভাবে বাইরে গেল OTP? ..’" href="https://bengali.abplive.com/district/west-bengal-tab-scam-head-teachers-organisation-claims-for-investigation-1104696" target="_self">জেলায় জেলায় ট্যাব ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, ‘কীভাবে বাইরে গেল OTP? ..'</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1731372533741000&amp;usg=AOvVaw3umzSQ_hJwau53XpsZnslL">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">বিস্তারিত আসছে..</div>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal