সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান! ১১ নম্বর রেল গেটের কাছে, প্রথমে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। এরপরেই কন্টেনারের ধাক্কায় বাইকে আগুন লেগে যায়। এদিকে পালাতে গিয়ে পরপর বাইকে ধাক্কা লাগায় ওই কন্টেনার বলে ওই অভিযোগ। পরে কন্টেনারেও আগুন লেগে যায় ! আটক চালক।
আরও পড়ুন, ঘুটঘুটে অন্ধকার, তারই মাঝে জ্বলজ্বল করছে চোখ ! BSF জওয়ানরা এগোতেই যা হল সীমান্তে..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন