মাথা ও কোমরের উপর দিয়ে উঠল চাকা ! বনগাঁয় ট্রাকের নীচে পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু
<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: </strong> বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু ! সেফ ড্রাইভ, সেফ লাইভ, সচেতনার বার্তা বারংবার ছড়িয়ে দিলেও, দুর্ঘটনা অব্যহত। কখনও মদ্যপ অবস্থায় সিগন্যাল ব্রেকিং, কখনও মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার, ওভারটেকিং-সহ একাধিক কারণে ভয়াবহ দুর্ঘটনাগুলি ঘটে যায় রাজ্যে। তবে উত্তর ২৪ পরগনায় এবার ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা সামনে আসেনি। পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম শুভজিৎ সরকার এবং সন্দীপ ঘোষ, তারা দুজনেই পেট্রাপোল থানার কালিয়ানীর বাসিন্দা।</p>
<p>শুক্রবার গভীর রাতে মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল শহর বনগাঁ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বনগাঁ থেকে পেট্রাপোলগামী ট্রাকের পিছনের চাকার নীচে চাপা পড়ে যায় দুই যুবক। এক যুবকের মাথার উপর দিয়ে এবং অপর যুবকের কোমরের উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। এবং পরবর্তীতে অপর যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। </p>
<p>আরও পড়ুন, <a title="সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা" href="https://bengali.abplive.com/district/rg-kar-case-junior-doctor-rally-college-street-to-dharmatala-citizen-protest-abhaya-manch-1104423" target="_self">সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731238559425000&usg=AOvVaw2xqNvvz7xb4xQzuAhqsXC5">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL">বিস্তারিত আসছে..</div>
Source link