<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:</strong> দাম্পত্য কলহ মেটাতে গিয়ে প্রাণ দিতে হল শ্বশুরকে ! আগরপাড়ায় আজাহিন্দ নগরে জামাইয়ের ‘মারে’ শ্বশুরের মৃত্যু। পলাতক জামাই। অভিযুক্ত জামাই সৈকত বোসের খোঁজে ইতিমধ্যেই তল্লাশিতে নেমেছে ঘোলা থানার পুলিশ। মৃত শ্বশুরের নাম অলোক মুখোপাধ্যায়। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৫০।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=Ho8gst4nXUc[/yt]</p>
<p>জানা গিয়েছে, মেয়ে অয়ন্তিকার সঙ্গে পাশের পাড়ারই যুবক সৈকতের বোসের বিয়ে হয়েছিল ২০২১ সালে। বিয়ের পর থেকেই অশান্তি লেগেছিল এই দম্পতির মধ্যে।গত পাঁচদিন ধরে তুমুল অশান্তি চলছিল নিজেদের মধ্যেই। মেয়ে অয়ন্তিকার শ্বশুরমশাই, তার বাবা অলোক মুখোপাধ্যায়কে ডেকে পাঠায়।শ্বশুরমশাই যেতেই মারধর শুরু করে জামাই সৈকত বোস। এরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু ঘটে। এরপর থেকে বেপাত্তা জামাই সৈকত। এদিকে এই ঘটনায় আগড়পাড়া আজাদহিন্দ উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ পুলিশ মর্গে পাঠাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ। </p>
<p>আরও পড়ুন, <a title="পানাগড়ে বেলাগাম দুষ্কৃতীরাজ ! তরুণী মৃত্য়ুর ঘটনায় সোশ্যালে সরব সুকান্ত, ‘বাংলায় নিরাপদ নন মহিলারা..’" href="https://bengali.abplive.com/district/panagarh-accident-lady-death-by-goons-attack-sukanta-majumdar-gives-reaction-1122027" target="_self">পানাগড়ে বেলাগাম দুষ্কৃতীরাজ ! তরুণী মৃত্য়ুর ঘটনায় সোশ্যালে সরব সুকান্ত, ‘বাংলায় নিরাপদ নন মহিলারা..'</a></p>
Source link
জামাইয়ের মারে প্রাণ হারালেন শ্বশুর ! আগরপাড়ায় মর্মান্তিক এই ঘটনার নেপথ্যে কী ?

+ There are no comments
Add yours