# Tags
#Blog

মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলাকে ধরে মারধর, অপমানে মর্মান্তিক পদক্ষেপ গৃহবধূর

মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলাকে ধরে মারধর, অপমানে মর্মান্তিক পদক্ষেপ গৃহবধূর
Listen to this article



<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: </strong>মত্ত অবস্থায় সদলবলে ঘরে ঢুকে প্রতিবেশীর মারের জেরে অপমানে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। একজনের বিরুদ্ধে আরেকজনের ঘরে ঢুকে সেই পরিবারের গৃহবধূকে মারধরের করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর বাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।&nbsp;</p>
<p>মত্ত অবস্থায় সদলবলে ঘরে ঢুকে চড়াও। অর্ধনগ্ন করে রাস্তায় ফেলে মার প্রতিবেশীর। অপমানে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে জমি নিয়ে বিবাদ চলছিল ওই গৃহবধূ ও তাঁর এক প্রতিবেশীর মধ্যে। অভিযোগ, সোমবার রাতে ওই প্রতিবেশী মত্ত অবস্থায় কয়েকজনকে নিয়ে চড়াও হয়ে গৃহবধূকে মারধর করে। গতকাল সকালে বাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যাতে ওই প্রতিবেশী এবং এক মহিলার নাম উল্লেখ রয়েছে।</p>
<p>নিউ ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার। মারধরে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক মহিলার সন্ধানে চলছে তল্লাশি। মৃতার পরিবারের দাবি, প্রতিবেশীর বিরুদ্ধে আগে অভিযোগ জানাতে গেলেও থানা তা নিতে চায়নি। তারপরই বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ সূত্রে দাবি, দুপক্ষই থানায় এসে নিজেদের মধ্য়ে মিটমাট করে নিয়েছিল।&nbsp;</p>
<p>দিনকয়েক আগেই খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। ক্যাম্পাস থেকেই উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়ার নাম শাওন মল্লিক। খড়গপুর আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি কলকাতার কসবায়। সেখানে আজাদ হলে ২২৬ নম্বর রুমে থাকত শাওন। শনিবার রাতে মায়ের সঙ্গে ফোনে কথাও হয়। আর পাঁচটা রবিবারের মতো, এদিনও ছেলের সঙ্গে দেখা করতে খড়গপুর আইআইটি-র ক্যাম্পাসে যান শাওনের মা বাবা। ক্যাম্পাস থেকেই ছেলেকে ফোন করেন। ফোন ধরেনি শাওন। সোজা হস্টেলে ছুটে যান তাঁর মা-বাবা। হস্টেল কর্মী ও অন্যান্য আবাসিকদের সহায়তায়, এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় শাওনের ঝুলন্ত দেহ। বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অত্যন্চত মেধাবী এই ছাত্রর এমন পরিণতি কীভাবে হল, তা নিয়ে সংশয়ে অধ্যাপকরাও।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Sand Trafficking: জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক-লরির দৌরাত্ম্য, বীরভূমে রমরমিয়ে চলছে বালি পাচার" href="https://bengali.abplive.com/district/mamata-banerjee-birbhum-sand-smuggling-in-every-night-on-national-highway-1116556" target="_self">Sand Trafficking: জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক-লরির দৌরাত্ম্য, বীরভূমে রমরমিয়ে চলছে বালি পাচার</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal