# Tags
#Blog

সোজা করতে গিয়ে বিপত্তি, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

সোজা করতে গিয়ে বিপত্তি, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল
Listen to this article


কামারহাটি: বাঘাযতীনের ছায়া কামারহাটিতে (Kamarhati Building Collapse), ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, পুকুর ভরাট করে বহুতল করা হচ্ছিল। ঘটনার পরই পলাতক প্রোমোটার। 

হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল: বাঘাযতীনকাণ্ডের ছায়া কামারহাটিতে। ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিয়াবাগান এলাকায় গতকাল হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজ চলছিল। তার জেরে আরও হেলে যায় নির্মীয়মাণ বহুতল। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে বছর খানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। নিষেধ করলে কর্ণপাত করেননি প্রোমোটার। ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়ি ও সরকারি স্কুল রয়েছে। আতঙ্কিত বাসিন্দারা। পুর-চেয়ারম্যানের দাবি, কামারহাটি পুরসভাকে না জানিয়েই হেলে পড়া বহুতল সোজা করা হচ্ছিল। ঘটনার পর টনক নড়েছে পুরসভার। পলাতক প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বেআইনি নির্মাণের বাড়বাড়ন্ত কোন বেপরোয়া স্তরে পৌঁছেছে, গার্ডেনরিচের পাহাড়পুরে বহুতল বিপর্যয়ের পর,  শহরে একের পর এক বহুতলের বিপজ্জনক ছবি তা সামনে এনে দেয়। দিনকয়েক আগে বাঘাযতীনে গোড়া থেকে ভেঙে গিয়ে পাশের বাড়ির ওপর হেলে পড়ে চারতলা আবাসন। স্থানীয়রা অভিযোগ করেন, হেলে থাকা বহুতল জ্যাক দিয়ে তুলে সোজা করতে গিয়েই এই বিপত্তি ঘটেছে। ভেঙে যাওয়ার পর চারতলা অ্যাপার্টমেন্ট বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে পাশে থাকা পরিত্যক্ত একটি একতলা বাড়ির ওপর। যে বাড়িটি ভেঙে পড়েএবং ভেঙে যাওয়ার পর যে বাড়ির ওপর তা হেলে ছিল, দুটি জায়গাতেই কেউ না থাকায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এখানেই শেষ নয়, গত সপ্তাহে পানিহাটিতে ভেঙে পড়ে নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ l পানিহাটি পুরসভার 8 নং ওয়ার্ড মহাজাতি নগর এলাকায় একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছিল l সেই সময় গতকাল বহুতলের সামনের একটি অংশ ভেঙে পরে অল্পের জন্য আজ প্রাণ বাঁচে পথচলতি মানুষের l খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসে l পানিহাটি  পুরসভার চেয়ারম্যান মলয় রায় ছুটে আসে কাজ বন্ধ করে দেয় l

আরও পড়ুন: RG Kar News: আর জি করকাণ্ডে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ, নজর দেবে তো CBI? প্রশ্ন সব মহলে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal