NOW READING:
জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?
July 31, 2024

জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?

জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?
Listen to this article


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে জলাশয়ের উপরে অবৈধ নির্মাণ ভাঙল পৌরসভা, অপর আর একটি নির্মান কার্য বন্ধ করার নির্দেশ দিল পৌরসভা। 

উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় একটি জলাশয়ের উপরে ঘর নির্মাণ করেছিল ওই এলাকার মোহন সরকার নামে এক ব্যক্তি । এলাকার সাধারণ মানুষ পৌরসভাতে একটি অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের ভিত্তিতে পৌরসভা তদন্ত করে এবং ভূমি দফতরকে তদন্ত করতে দেওয়া হয়। পৌরসভা ও ভূমি দফতরের তদন্তের পরে জানা যায়, জলাশয়ের উপরে পৌরসভার অনুমতি ছাড়াই বাড়ি নির্মাণ করেছে মোহন সরকার। তাকে এক বছর সময় দেওয়া হয়েছিল, নির্মাণ কাজ ভেঙে নিতে। কিন্তু তিনি ভেঙে নেয়নি। এরপরেই সেই নির্মাণ ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন, ভোর থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা ? গভীর নিম্নচাপের সতর্কতার তালিকায় আপনার জেলা নেই তো?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

বিস্তারিত আসছে…

আরও দেখুন



Source link